v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-23 20:05:15    
সি আর আইর বাংলা বিভাগের পরিচালকের নয়া দিল্লীতে নেয়া ভারতীয় শ্রোতা অরুণ রায়ের সাক্ষাত্কার

cri

ইউ কুয়াং ইয়ু : আমি খুব খুশি হয়েছি ভারতে আপনার সঙ্গে পরিচিত হতে পেরে । প্রথমেই আপনাকে আনুরোধ করবো আমদের শ্রোতাদেরকে আপনার পরিচয় জানানোর জন্য ।

অরুণ রায় : আমি অরুণ রায় । আমি দিল্লী থেকে নিয়মিত সি আর আইর অনুষ্ঠান শুনি । আমিও খুব খুশি হয়েছি রেডিওর মাধ্যমে এতদিন যার কন্ঠ শুনেছি তাকে সামনে দেখতে পেয়ে ।

ই. কু. ইয়ু : আপনি কি এই প্রথমবার কোন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের সম্মেলনে অংশ গ্রহণ করছেন ?

অ. রা : হ্যাঁ, এই প্রথমবার আন্তর্জাতিক কোন শ্রোতা সম্মেলনে অংশ গ্রহণ করছি । এর আগে আমার তেমন কোন সুযোগ হয়নি । চীন আন্তর্জাতিক বেতার থেকেই প্রথম জানতে পেরেছি যে শ্রোতা সম্মেলন হয় । আপনিই প্রথম আমাকে শ্রোতা সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ই মেইলের মাধ্যমে । এ জন্য আপনাকে আমার কৃতজ্ঞতা জানাই ।

ই. কু. ইয়ু : আজকে শ্রোতা সম্মেলনের সময়তো বেশি নয় । মাত্র দু'ঘন্টা । একমাত্র বাংলা ভাষার শ্রোতা হিসেবে এখানে এসেছেন । এ সম্পর্কে আপনার বিশেষ অনুভূতি আছে কী ?

অ. রা : নিশ্চয়ই । আমি খুব খুশি এখানে বাংলাভাষার শ্রোতা হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরে । তবে আমার আরো ভালো লাগতো যদি আমার বন্ধু অলকেশ গুপ্ত থাকতে পারতেন । তিনি পশ্চিম বাংলায় গেছেন আমাদেরই একজন শ্রোতার কাজে ।

ই. কু. ইয়ু : আপনি কতদিন ধরে সি আর আইর বাংলাভাষার অনুষ্ঠান শুনছেন ? কী কী অনুষ্ঠান আপনার ভালো লেগেছে আর কী কী অনুষ্ঠান আপনার ভালো লাগেনি ?

অ.রা : ঠিক কবে থেকে শুনছি তা সঠিকভাবে হয়তো বলতে পারবোনা । তবে ছোটবেলায় যখন ক্লাস সেভেন এইটে পড়ছি তখন থেকেই শুনছি । কোলকাতা থেকে নয়, সে সময় আমি লক্ষ্ণৌ বেড়াতে গিয়েছিলাম । সেখানেই রেডিওতে প্রথম শুনতে পাই সি আর আই । তারপর থেকেই বলতে গেলে শুনে যাচ্ছি । সি আর আইর সব প্রোগ্রামই আমার ভালো লাগে । বিশেষভাবে কারেন্ট এফেয়ার্স, এবং চীনের কালচার, প্রকৃতি ও পরিবেশ এসব শুনতে আমার ভালো লাগে । এ ছাড়া যে সংবাদ প্রচারিত হয় তাও আমার ভালো লাগে ।

ই. কু. ইয়ু : বর্তমানে আমাদের অনুষ্ঠানের উপস্হাপক ও উপস্হাপিকাদের মধ্যে কার কার অনুষ্ঠান আপনার ভালো লাগে ? দু'একজনের নাম বলতে পারবেন কি ?

অ. রা. : সবার অনুষ্ঠানই আমার ভালো লাগে । সবচে' বেশি ভালো লাগে যে বেশি ভালো বাংলা ভাষায় প্রোগ্রাম উপস্হাপন করতে পারেন ।

ই. কু. ইয়ু : এর আগে আপনি বি বি সি বা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনেছেন ?

অ. রা : হ্যাঁ, আমি বি বি সি এবং ভয়েস অব আমেরিকা শুনি । সুযোগ পেলে এখনো শুনি । তাদের অনুষ্ঠানও আন্তর্জাতিক মানের এবং সি আর আই থেকে কিছুটা স্বতন্ত্র । তারা তাদের জায়গায় আর সি আর আইও তার নিজের জায়গায় নিজের মত করেই অনুষ্ঠান প্রচার করছে । তাই সব অনুষ্ঠানই ভালো লাগছে ।

ই. কু. ইয়ু : চীনের অনেক সাধারন মানুষ এবারের গেমসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে । আমি জানি না চীনে বাংলাদেশ দূতাবাস বা চীনে অবস্হানরত বাংলাদেশীরা এ ব্যাপারে তাদের অংশ গ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ বা আবেদন করেছে কী না ? এ সম্পর্কে অনুগ্রহ করে আপনি কিছু বলবেন কি ?

অ. রা : আমাদের সবসময়ই ইচ্ছা রয়েছে যে এ ব্যাপারে আমরা সহযোগিতা করি । বিশেষ করে আমাদের দল যখন আসবে তখনতো আমাদের সাহায্য করতেই হবে তাদের ।

ই. কু. ইয়ু : ভবিষ্যতে সি আর আইর অনুষ্ঠানের মান আরো উন্নত করার জন্য আপনার কোন প্রস্তাব আছে কি ?

অ. রা : হ্যাঁ, এখানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে, সি আর আই'র বাংলা বিভাগের অনুষ্ঠান প্রচারের মানটা আরো উন্নত করা যায় যদি উপস্হাপকরা তাদের বাংলা উচ্চারনের মান অর্থাত তারা বাংলাটা আর একটু পরিস্কার বলতে পারেন । তাহলে ওটা আরো হ্রদয়গ্রাহী হয় । যদিও তাদের বাংলা বোঝা যাচ্ছে তারপরও উচ্চারন পরিস্কার হলে ভালোই লাগবে । চীনের নানারকম অনুষ্ঠান যেমন চীনের শিল্প, সাহিত্য ও সমাজ ব্যবস্হা সম্পর্কে প্রচার করা হয়, তাহলে তা আরো ভালো লাগবে ।

ই. কু. ইয়ু : এর আগে আপনি বলেছেন, এখানে আপনি আমাদের ওয়েব সাইট দেখেছেন, আগেও দেখেছেন । ওয়েব সাইট সম্পর্কে আপনার কোন মন্তব্য আছে কি ?

অ. রা : হ্যাঁ, ওয়েব সাইট সম্পর্কে আমার প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথমত একটা করা যেতে পারে যেটা সর্বশেষ ট্রান্সমিশন হয়েছে তা যদি সংক্ষিপ্তভাবে ওয়েব সাইটে দেয়া যায় তাহলে যারা আগের দিনের অনুষ্ঠান শুনতে পারেন নি, তারা ওয়েব সাইট খুলে আগের দিনের অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন । আমি গতকালই দেখছিলাম ওয়েব সাইটে তেমন কিছু নেই । চায়না রেডিওর বাংলা ওয়েব সাইট সম্পর্কে আমি এটাই বলতে পারি, ওয়েব সাইটটা যদি আরেকটু বিস্তারিত ভাবে হয় এবং আগামী দিনে যে সব প্রোগ্রাম হবে সে সম্পর্কেও বিজ্ঞপ্তিও দেয়া যেতে পারে । আরেকটা জিনিস আমি খুজেঁ পেলাম যে, প্রচারের সময় । সেটা যদি প্রথম পাতায় উল্লেখ থাকে যে কখন শোনা যাবে, কোন কোন ফ্রিকোয়েন্সিতে শোনা যাবে, কী ভাবে ওটাকে টিউন করতে পারেন, ডিজিটাল রেডিওতে খুব সহজেই টিউন করা যায় । তবে ম্যানুয়েল রেডিওর টিউন সম্পর্কে বলা থাকলেও ভালো হয় ।

ই. কু. ইয়ু : আপনি বলেছেন যে নয়া দিল্লী থেকে সর্ট ওয়েভের অনুষ্ঠান ভালোভাবে শোনা যায় । অন্য কোন স্হানে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে কোন ডিস্টার্ব হয় কি ? আগে আপনি পশ্চিম বঙ্গে ছিলেন । ওখানেও কি অনুষ্ঠান ঠিক মত শোনা যায় ?

অ. রা. : নয়া দিল্লীতে খুবই ভালো শোনা যায় । আমি যেখান থেকে শুনি । আমার দু তিনটা রেডিও সেট আছে টিউন করে দেখেছি ভালো শোনা যায় । তবে শ্রোতারা আরো ভালো শুনতে পাবেন যদি তারা এক্সটার্নাল এন্টিনা ব্যবহার করেন । খুব জোরালো শব্দ শুনতে পাবেন । পশ্চিম বঙ্গেও ভালো শোনা যেতো । তবে অনেক দিন সেখানে না থাকায় এখন কেমন তা বলতে পারবোনা ।

ই. কু. ইয়ু : আপনার রেডিও শোনার জিবনতো অনেক দিনের । রেডিও শোনার মাধ্যমে আপানি কি শুধু দেশের শ্রোতাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তা নয়, অনেক বিদেশি বন্ধুও তৈরী হয়েছে, তাইনা ? এটাকে আপনি কী ভাবে দেখেন এবং আপনার সবচেয়ে বেশি কী লাভ হয়েছে ?

অ. রা : প্রথমেই আমি বলে নিতে চাই, আমি যেমন শ্রোতা তেমন রেডিওর বক্তাও । আমার একটা হবি আছে রেডিওতে কথা বলার । আমরা যাকে বলি এ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও তার আমার কল সাইন হচ্ছে ভিক্টর ইউনিফর্ম ৩ অস্কার রেডিও ন্যান্সি । সংক্ষেপে ভি ইউ ৩ । ভি ইউ হচ্ছে ভারত বর্ষ আর গ্রেডেশন হচ্ছে ৩ । এটা হচ্ছে আমার ব্যক্তিগত কল সাইন । ওয়ারলেস হিসেবে কথা বার্তা বলতে পারি । আর শ্রোতা হিসেবে শুনতে পারায় আমার অনেক বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে । বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে উঠেছে । একটা জিনিস আশা করি আমি যখন কোন শহরে যাই সেখানে আমার বন্ধুর কোন অভাব হয় না । ওখানে আমার রেডিওর বন্ধুদেরসহ সি আর আইর শ্রোতা বন্ধুদের থেকে অনেক সাহায্য পেয়েছি । এটাই আমি বলবো আমার বড় পাওনা ।

ই. কু. ইয়ু : আপনি যে বলেছেন যে আপনার চীনা বন্ধুদেরসহ অন্যান্য বন্ধুদের সঙ্গে আপনারা কী বিষয় নিয়ে আলাপ করেন ?

অ. রা : সাধারনত টেকনিক্যাল কথাবার্তা বলা উচিত, তবে টেকনিক্যাল কথাবার্তা বললে বন্ধুত্ব বেশি দিন থাকে না । আমরা আমাদের স্বাভাবিক জীবন যাত্রার কথাও বলি । হবি এবং রেডিও শোনার ব্যাপারে আমরা কী কী ইমপ্রুভ করতে পারি সে সব বিষয়েও আলাপ করি । আমরা উভয়ের মূল্যবান বক্তব্য বিনিময় করি । বন্ধুদের কথা মত আমি অনেক কিছুই ইমপ্লিমেন্ট করে অনেক উপকার পেয়েছি । তাদের দেশের কথা, তাদের জীবন প্রনালী, তাদের কাজকর্ম, তাদের হবি, তাদের পারিবারিক অবস্হা ও পরিচয় জেনেছি । আমার চীন বন্ধুদের থেকেও অনেক কিছু জেনেছি চায়না রেডিও সম্পর্কে, এটা কোথায় অবস্হিত, স্টুডিও কেমন , শহরের লোকসংখ্যা এবং জীবন যাত্রা সম্পর্কেও জেনেছি ।

ই. কু. ইয়ু : সাক্ষাত্কার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ।

অ. রা : আপনাকেও ধন্যবাদ ।