বর্তমানে চীনে ২০ শতাংশ মরুভূমি প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। প্রধান প্রধান সংস্কার এলাকায় গাছ ও ঘাস রক্ষা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বন ব্যুরোর মরুকরণ নিরসন কেন্দ্রের মহা পরিচালক লিও টো ২৩ জানুয়ারী পেইচিংএ অনুষ্ঠিত মরুকরণ সংস্কার সর্ম্পকিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, চলতি শতাব্দীর শুরুতে আবাদি কৃষি জমিতে পুর্নবনায়ন , প্রাকৃতিক বনের সংরক্ষণ, পেইচিং-তিয়েনচিন বালি-ঝড় প্রতিরোধ, আবাদি জমিতে ঘাস লাগানো , ছোট-ছোট নদীর সার্বিক সংস্কার সহ ধারাবাহিক গুরুত্বপূর্ণ পরিবেশ প্রকল্পে চীন প্রথম বছর কয়েক বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।
উল্লেখ্য, গত পাচ বছর ধরে চীনের মরুকরণের আয়তন কমছে। গত শতাব্দীর শেষ পর্যন্ত বছরে ১০ হাজার ৪০০ বর্গমিটার পর্যন্ত মরুকরন ঘটছিল , বতর্মানে মরুকরণের আয়তন বছরে গড়ে ৭৫৮৫ বর্গকিলোমিটারে নেমে গেছে।
|