পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত "চীনের ভাষা"বইতে বলা হহয়েছে, চীনের ৫৬টি জাতির ব্যবহৃত ভাষার সংখ্যা ১৩০টি।
বইটি বাণিজ্য বিষয়ক প্রকাশনালয়ের উদোগ্যে প্রকাশিত হয়েছে। বইতে মোট ৩৬ লাখ শব্দ আছে। এতে চীনের ১৩০টি ভাষার প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে।
এই বই চীন গণ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর চীনের ভাষা বিশেষ করে সংখ্যালঘু জাতিগুলোর ভাষার ওপর চালানো সমীক্ষার সাফলের সবচেয়ে বড় ফসল। এতে কয়েক প্রজন্মের ভাষাতত্ত্ববিদদের মেধার সমন্বয় ঘটেছে।
"চীনের ভাষা" বই'এর সম্পাদক বলেন, এ ১৩০টি ভাষার মধ্যে কিছু কিছু এখন বিলুপ্তির হুমকির মুখে। কয়েকটি ভাষার ওপর সমীক্ষা ও গবেষণার ফলাফল প্রকাশের আগেই সেগুলো মানুষের সঙ্গে যোগাযোগের ভূমিকা হারিয়ে ফেলেছে। (লিলি)
|