মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটির সুদের হার কমানোর প্রেক্ষাপর্টে ২৩ জানুয়ারী মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেন মিন পি'র বিনিময় হার ছিল ৭.২৪ ।
মার্কিন অর্থনীতির নিম্নমুখী প্রবণতার কারণে শেয়ার বাজারের অস্থিতিশীলতা মোকাবিলার জন্য ২২ জানুয়ারী ফেডারেল রিজার্ভ কমিটি সুদের হার ০.৭৫শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে গুরুত্বপূর্ণ মুদ্রাগুলো আরো তেজি হয়ে উঠেছে। এতে রেন মিন পি'র বিনিময় হারেরও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
২০০৫ সালের জুলাই মাস থেকে চীনের রেন মিন পি'র বিনিময় ব্যবস্থা গড়ে তোলা হয়।--ওয়াং হাইমান
|