সাবেক রাজনৈতিক ব্যবস্থার পুরোপুরি অবসান ঘটানোর জন্য ২২ জানুয়ারী ইরাকের পার্লামেন্টে জাতীয় পতাকা সংশোধন বিল গৃহীত হয়েছে।
এই বিল অনুযায়ী, জাতীয় পতাকায় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিজের লেখা " আল্লাহু আকবর" -এর বদলে এখন থেকে তা মুদ্রিত হরফে লেখা হবে। একই সঙ্গে জাতীয় পতাকায় ইরাকের বার্থ পার্টির " ঐক্য, মুক্তি এবং সমাজতন্ত্র" শ্লোগানের তিনটি প্রতীকী সবুজ তারকা তুলে দেওয়া হবে।
তবে বিলটি এক বছর মেয়াদী অস্থায়ী আইন। এটিকে চিরস্থায়ী আইনে রূপ দেওয়ার জন্য ইরাকের পার্লামেন্টে এ বিষয় নিয়ে আরো আলোচনা হবে।--ওয়াং হাইমান
|