v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-23 15:36:04    
চীনের নমনীয় সাংস্কৃতিক শক্তি উন্নয়ন করা হবেঃ হু চিন থাও

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন জোরালোভাবে সমাজতান্ত্রিক কেন্দ্রীয় মূল্যবোধ ব্যবস্থা গড়ে তুলবে, মুখ্য চিন্তাধারা ও জনমতকে সুসংবদ্ধ ও সম্প্রসারণ করবে, সংস্কার ও উদ্ভাবন ত্বরান্বিত করবে, সমাজতান্ত্রিক সংস্কৃতির বিরাট উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করবে, দেশের নমনীয় সাংস্কৃতিক শক্তির উন্নতি করবে, চীনের বৈশিষ্ট্যপুর্ণ সমাজতন্ত্র ব্রতের নতুন ব্যবস্থা সৃষ্টির জন্য মতাদর্শগত ও সাংস্কৃতিক দিক থেকে বলিষ্ঠ  নিশ্চয়তা প্রদান করবে।

    ২২ জানুয়ারী পেইচিংয়ে চীনের জাতীয় প্রচার সম্পর্কিত কর্ম সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় হু চিন থাও এ কথা বলেছেন।

    হু চিন থাও বলেন, জোরালো ভাষায় দেশের সমৃদ্ধি, জাতির পুনরুদ্ধার, জনগণের সুখ-শান্তি এবং সুষম সমাজ গড়ে তোলার জন্য কল্যাণমূলক সব ধরণের  চিন্তা-ভাবনা ও তার মর্ম কথা প্রচার করতে হবে। মানুষকে প্রাধান্য দিয়ে সাংস্কৃতিক উন্নয়নের ফলাফল উপভোগের সমান সুযোগ দেয়া হবে। যাতে মানুষের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

    তিনি জোর দিয়ে বলেন, গোটা পার্টি ও সারা দেশের বিভিন্ন জাতির জনগণকে এক্যবদ্ধ  যৌথভাবে সংগ্রাম করার অভিন্ন মতাদশের ভিত্তি সুসংবদ্ধ করতে হবে। মতাদর্শ ও নৈতিকতার বিনির্মাণ জোরদার করতে হবে এবং সভ্যতার রীতিনীতি  গড়ে তুলতে হবে। গণ সাংস্কৃতিক সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক সাংস্কৃতিক অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। সংস্কৃতি ব্যবস্থার সংস্কারকে গভীরতর করার পাশাপাশি সংস্কৃতি উন্নয়নের প্রাণশক্তিকে বাড়াতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)