সম্প্রতি চীন সরকার চীনের গুরুত্বপূর্ণ হ্রদের পানির পরিবেশ নিয়ন্ত্রণের লক্ষ ও সময়সীমা নির্ধারণ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই গুরুত্বপূর্ণ হ্রদগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পূর্ব চীনের চিয়াং সু প্রদেশের থাই হু হ্রদ, মধ্য চীনের আন হুই প্রদেশের ছাও হু হ্রদ, দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের তিয়ান ছি হ্রদ এবং পশ্চিম চীনের তিন-গিরিখাত জলাধার এলাকা, মধ্য চীনের সিয়াও লাং তি জলাধার এলাকা এবং তান চিয়াং খো জলাধার এলাকা ইত্যাদি। চীন সরকারের নির্দেশ, ২০১০ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ হ্রদগুলোর পানির গুণগত মান উন্নত করতে হবে। ২০৩০ সাল পর্যন্ত ধাপে ধাপে গুরুত্বপূর্ণ হ্রদ অঞ্চলগুলোর সুন্দর প্রাকৃতিক দৃশ্য পুনরুদ্ধার করতে হবে, অববাহিকার প্রাকৃতিক সুষ্ঠু আবর্তন এবং মানুষ ও প্রকৃতির সুষম বসবাসের পরিবেশ গড়ে তুলতে হবে।
চীন সরকারের নির্দেশ অনুযায়ী, গুরুত্বপূর্ণ হ্রদ এলাকার স্থানীয় সরকারকে কাগজ উত্পাদন, চোলাই করা, মুদ্রণ ও রাসায়নিক শিল্পসহ নানা রকম পশ্চাত্পদ উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাতিল করার মাত্রা জোরদার করতে হবে। গ্রামাঞ্চলের জীবন সম্পর্কিত এবং পর্যটন ও জাহাজ সম্পর্কিত দূষণও নিয়ন্ত্রণ করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|