মরুকরণ প্রতিরোধ আন্তর্জাতিক সম্মেলন ২২ জানুয়ারী পেইচিংএ শুরু হয়েছে। চীনের উপ প্রধানমন্ত্রী ওয়ে লিয়েন ইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন, মরুকরণ প্রতিরোধে চীনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সফল অভিজ্ঞতা ভাগাভাগি করবে। যাতে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে উন্নীত হয়। তিনি আরও বলেন, মরুকরণের প্রতিরোধ বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন দায়িত্ব ও কতর্ব্য।
উল্লেখ্য, বতর্মানে সারা বিশ্বে প্রায় শতকরা ৩০ ভাগ মাটি, তিন ভাগের দুই ভাগ দেশ আর অঞ্চল এবং পাঁচ ভাগের এক ভাগ জনসংখ্যা ভিন্ন মাত্রায় মরুকরণের শিকার।
|