২২ জানুয়ারী পেইচিংএ অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন, তিনি আশা করেন, চীন ও জার্মানীর যৌথ উদ্যোগে পরষ্পরকে শ্রদ্ধা প্রদর্শন ও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা সহ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতিনীতির ভিত্তিতে দু'দেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে বিকশিত হবে। তিনি বলেন, গত ৪ মাসে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য বড় ধরনের চেষ্টা চালিয়েছে। জার্মানী চীনকে স্পষ্টভাবে জানিয়েছে, তারা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় এবং এক চীন নীতিতে অবিচল থাকবে। জার্মানী তাইওয়ান ও তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকার করে। জার্মানী " জাতি সংঘ সদস্য হওযার জন্য তাইওয়ানের তথাকথিত গণ ভোটের আয়োজনের তীব্র বিরোধিতা করে। এমনকি তারা স্বাধীনতা লাভের জন্য তিব্বতের কোনো প্রয়াসকে সমর্থন ও উস্কানি দেবে না। চীন আশা করে, জার্মানী তার প্রতিশ্রুতি মেনে চলে কেন্দ্রীয় স্বার্থে চীনের বিশেষ উদ্বেগকে পুরোপুরি গুরুত্ব দেবে।
জানা গেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জি সি ২২ জানুয়ারী বার্লিনে অনুষ্ঠেয় ইরানের পরমাণু কর্মসূচী সংক্রান্তছ'দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন। বৈঠক চলাকালে তিনি জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার স্টেইনমেইয়রের সঙ্গে বৈঠক করবে।
|