চীন সব সময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার পক্ষে।
২২ জানুয়ারি এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু পেইচিং-এ এ কথা আবার ঘোষণা করেছেন।
তিনি বলেন, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানী ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ২২ জানুয়ারি জার্মানীর রাজধানী বার্লিনে ইরানের পরমাণু সমস্য নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। চীন মনে করে, ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ইরানের পরমাণু সমস্যা সমাধানের কূটনৈতিক উপায়। চীন আশা করে, এবারের সম্মেলনে সতর্ক ও বাস্তব পর্যালোচনার মাধ্যমে ইরানের বর্তমান পরমাণু পরিস্থিতির সঠিক মূল্যায়ন করবে।
চিয়াং ইয়ু আরো বলেন, ইরানের পরমাণু সমস্য গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। চীন আশা করে, আলোচনা পুনরায় শুরু করে ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্য ইরানসহ আন্তর্জাতিক সম্প্রদায় অভিন্ন চেষ্টা চালাবে। পাশাপাশি চীন মনে করে, ইরানের পরমাণু সমস্যা সার্বিক, স্থায়ী ও যথাযথ সমাধান করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রাসংগিক প্রয়াস চালাবে। (খোং চিয়া চিয়া)
|