২১ জানুয়ারী চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় প্রকাশিত একটি উপাত্ত থেকে জানা গেছে, ২০০৭ সালের শেষ নাগাদ চীনের প্রাথমিক পেনশন ও চিকিত্সা বীমায়ে অংশ গ্রহণকারীদের সংখ্যা ২০ কোটিরও বেশী। ২০০৭ সালে সারা চীনে পেশন, চিকিত্সা, বেকারত্ব, শ্রমজনিত জখম এবং প্রসূতি এ পাঁচ ক্ষেত্রে বীমার তহবিল প্রথমবার এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । ২০০২ সালের পর থেকে গড় এখাতে প্রবৃদ্ধি ২১.৫ শতাংশ।
শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, চলতি বছর সামাজিক বীমার আওতা অব্যাহতভাবে সম্প্রসারিত হবে, গ্রামাঞ্চলের পেনশন সম্পর্কিত দিকনিদের্শনার ধারণা কার্যকর করা হবে, শহরাঞ্চলের শ্রমিকদের প্রাথমিক চিকিত্সা বীমা ব্যবস্থা ধারাবাহিকভাবে সম্পূর্ণ করে তোলা হবে।
|