২২ জানুয়ারী উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় অঞ্চলে অবস্থিত পাকিস্তানের একটি সেনাশিবির সশস্ত্র জঙ্গী হামলায় শিকার হয়েছে। এতে ৫ জন সৈন্য নিহত এবং ৭ জন আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিতৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানের লাদহা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী এই অজ্ঞাত পরিচয় সশস্ত্র জঙ্গীদলকে প্রতিহত করেছে। এ পর্যন্ত হামলাকারী পক্ষের হতাহতের অবস্থা জানা যায় নি।
স্থানীয় প্রচার মাধ্যমের খবরে জানা গেছে, এ অঞ্চলের সশস্ত্র জঙ্গী নেতা বাইতুল্লাহ মেহসুদের সমর্থকরা এবারের হামলা চালিয়েছে। পাকিস্তানসরকার এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(সি আই এ) উভয়েই মনে করে, বাইতুল্লাহ মেহসুদ হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো হত্যা করার নেপথ্য নায়ক। (লিলি)
|