চলতি বছর চীন সরকার নিরাপত্তার ওপর আরও গুরুত্ব আরোপ করবে। ২২ জানুয়ারী পেইচিংএ চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আয়োজিত একটি সংবাদ ব্রিফিংএ চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও উত্পাদন তদারকি ব্যবস্থাপনা ব্যুরোর মহা পরিচালক লি ই এ কথা বলেছেন। তিনি বলেন, গত বছরের কয়েকটি উত্পাদনদুর্ঘটনার তদন্ত থেকে বোঝা গেছে, কয়েকটি তদারকি ইউনিটের উদাসিনতা ও দুর্ঘটনা সৃষ্টিকারী ইউনিটে বিশৃংখল ব্যবস্থাপনা এসব দুর্ঘটার প্রধান কারন ছিল। ভবিষ্যতে বিরাট দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য চীনের নিরাপত্তা তদারকি বিভাগ নিরাপত্তা সংরক্ষণের উপর বিশেষ ব্যবস্থা নেবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের নিরাপদ উত্পাদন ব্যবস্থা ক্রমেই উন্নত হয়েছে। ২০০২ সালের তুলনায় ২০০৭ সালে বড় ধরনের দুর্ঘটনা ঘটার হার ৩০ শতাংশ কমে গেছে।
|