একটানা কয়েক দিন ধরে চীনের অধিকাংশ এলাকায় তীব্র তুষারপাত হচ্ছে। এবং তাপমাত্রা বেশি মাত্রায় কমে গেছে। চীন সরকার ২১ জানুয়ারী বিভিন্ন স্থানের বিভিন্ন দপ্তরের উদ্দেশ্যে কার্যকরভাবে জনগণের জানমালের নিরাপত্তা এবং উত্পাদন ও জীবন-যাপনের শৃঙ্খলা সুরক্ষার অনুরোধ জানিয়েছে। যাতে দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
১৫ থেকে ২১ জানুয়ারী দুপুর পর্যন্ত চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে প্রবল তুষার পড়েছে। এ ধরণের ব্যাপক তুষারপাত অনেক বছর দেখা যায়নি। এর ফলে হুনান প্রদেশের বিদ্যুত্ ব্যবস্থা একটানা কয়েক দিন ধরে অচল হয়ে পড়ে। ২০ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশে ব্যাপক তুষার পড়েছে। দশ বছরের মধ্যে এবারের তুষারপাত সর্বোচ্চ। ফলে পরিবহণ ব্যবস্থা এবং জনগণের জীবনযাত্রা বিপন্ন অবস্থায় পড়েছে। ১২ জানুয়ারী থেকে সারা হুপেই প্রদেশে ১৬ বছরের মধ্যে এ বারই প্রথম একটানা বিরল বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এতে পরিবহণ এবং বিদ্যুত্ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
চীন সরকার বিভিন্ন স্থানে জরুরী পরিবহণ পরিকল্পনা চালু করেছে এবং সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত পানি, বিদ্যুত্, হিটিং, গ্যাস সরবরাহ এবং টেলিযোগাযোগসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করার অনুরোধ জানিয়েছে। তা ছাড়া, চীন সরকার যেখানে তুষার-ঝড় হয়েছে সেখানকার বিভিন্ন পর্যায়ের সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের কাছে আরো বেশি অর্থ বরাদ্দ করে সময় মতো ত্রাণ সামগ্রী সংগ্রহের প্রস্তুতি নেয়ার অনুরোধ জানিয়েছে। যাতে সঠিকভাবে সহায় সম্বলহীন জনগণের মৌলিক জীবনযাপন নিশ্চিত করা যায়। (লিলি)
|