সম্প্রতি চীনের জাতীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন ব্যুরো ঘোষণা করেছে , আগামী বছরের পয়লা জানুয়ারী থেকে চীনের মূলভূভাগ ও তাইওয়ানের যৌথউদ্যোগে তৈরী টেলিভিশন নাটক মূলভূভাগের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে মূলভূভাগে প্রকাশ ও পরিবেশন করা হবে । এই নতুন সিদ্ধান্ত প্রণালীর দু'পারের সাংস্কৃতিক বিনিময় আরো সমৃদ্ধ করে তুলেছে ।
গত শতাব্দীর আশির দশক থেকে তাইওয়ানের তৈরী টেলিভিশন নাটক ' চিতু সিয়ান হোন ' , ' ছুন ছু ছুন ইউ হুই ' ও ' লিউ গ মেই ' মূলভূভাগে দেখানো হয়েছে এবং দর্শকদের প্রশংসা পেয়েছে । তখন থেকে দু'পারের টেলিভিশন বিভাগ যৌথভাবে অনেক টি ভি নাটক তৈরী করেছে । উল্লেখ্য যে, সহযোগিতার সময় মূলভূভাগ ও তাইওয়ানের নিয়ম অনুসারে টি ভি নাটকে তাইওয়ানের অভিনেতা ও কর্মী সংখ্যা নির্দিষ্ট অনুপাতের মধ্যে রাখতে হবে এবং এ সব টি ভি নাটক মূলভূভাগে সন্ধ্যাকালীন সম্প্রচারের সময় পরিবেশন করা যায় না । এ সব সীমাবদ্ধতা তাইওয়ানের চলচ্চিত্র ও টেলিভিশন কর্মীদের মূলভূভাগের সঙ্গে সহযোগিতার আগ্রহের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে । এ বার মূলভূভাগের নতুন সিদ্ধান্তদু পারের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে । তাইওয়ানের নামকরা শিল্পী ইয়াং পে পে বলেছেন , মূলভূভাগের এ নীতি পরিবর্তন আমাদের জন্য একটি সুখবর । তিনি বলেন , আমি মনে করি মূলভূভাগের এ নীতি পরিবর্তন প্রণালীর দু' পারের সহযোগিতা বাড়াতে সাহায্য করবে । সংস্কৃতি ক্ষেত্রে দু' পারের সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল । মিলিতভাবে টি ভি নাটক বা চলচ্চিত্র তৈরীর জন্য অর্থ সংগ্রহ ও দর্শকদের ব্যাপারে আমরা আশাবাদী । তাইওয়ানের অভিনেতা অভিনেত্রীরা মূলভূভাগের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আগ্রহী। এতে আমাদেরও সুযোগ বাড়বে । দু'পারের সহযোগিতায় তৈরী টি ভি নাটকে তাইওয়ানের অভিনেতা ও অভিনেত্রীর সংখ্যা বেশী হলে তাইওয়ানের দর্শকরা খুশি হবে । নতুন নীতি চালু হওয়ার পর দু'পারের মিলিত প্রচেষ্টায় তৈরী টিভি নাটকগুলো মূলভূভাগের বেশ কয়েকটি টিভি চ্যানেলে পরিবেশিত হবে ।
মূলভূভাগ ও তাইওয়ানের সাংস্কৃতিক বিনিময় গত শতাব্দীর আশির দশক থেকে শুরু হয়। ১৯৮৭ সালে তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ানবাসীকে নিজের আত্মীয়ের সঙ্গে দেখা করতে মূলভূভাগে আসার অনুমতি দেয় । তখন থেকে তাইওয়ানের সংস্কৃতি ক্ষেত্রের ব্যক্তিবর্গ মূলভূভাগের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন । দু' পারের স্বদেশীয়দের মিলিত প্রচেষ্টায় দুপারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা ক্রমেই বাড়ছে । একটি অপরিপূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৭ সালের শেষ নাগাদ দু' পারের সাংস্কৃতিক বিনিময়ের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে । এ বছরের প্রথম ন' মাসে সাংস্কৃতিক বিনিময়ের সংখ্যা দাড়িয়েছে চার শ' ৩৮টি । এগুলোর মধ্যে সাহিত্য , চিত্রশিল্প , সংগীত , অপেরা , নৃত্য , এক্রোবেটিক্স , পুরাকীর্তি , প্রাচীন রীতিনীতি , শিক্ষা ও গ্রন্থাগারসহ নানা বিষয়ের বিনিময় কর্মসুচী রয়েছে ।
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত নবম সাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সবে তাইপেই শহরের একটি নাট্য দল চীনের ঐতিহ্যিক নাটক ' ছিইউয়েন পাও ' পরিবেশন করেছে । এ নাটকের প্রধান অভিনেতা লি পাও ছুন চীনের মূলভূভাগের অভিনেতা । তাইওয়ানের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন , আমাদের দলে প্রণালীর দু পারের শিল্পী রয়েছে । আমি মনে করি , দু'পারের শিল্পীদের এক সঙ্গে অভিনয় করা খুব ভাল । এতে আমরা পরস্পরের অভিজ্ঞতা শিখতে পারি এবং মুখোমুখিভাবে মতবিনিময় করতে পারি । আমাদের সহযোগিতা খুব ভাল । সহযোগিতার পরিবেশও ভালো । আশা করি পরে আরো তাইওয়ানের শিল্পীদের সঙ্গে সহযোগিতার সুযোগ পাব ।
লি পাও ছুন বলেন , এখন অপেরা মহলে প্রণালীর দু' পারে মিলিতভাবে অপেরা বা নাটক অভিনয়ের সুযোগ বাড়ছে । তাইওয়ানের বিখ্যাত লেখক পাই সিয়েন ইউয়োন ও সু চৌ কুন অপেরা থিয়েটারের যৌথ উদ্যোগে সৃষ্ট কুন অপেরা ' মুতান পাভিলিয়ান ' প্রণালীর দু পারে সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়েছে । এ ছাড়া মূলভূভাগ , তাইওয়ান ও হংকংয়ের সহযোগিতায় সৃষ্ট নাটক ' থাও হুয়া ইউয়ানের প্রেম'ও তিনটি স্থানের দর্শকদের সাধুবাদ পেয়েছে । এ নাটকের পরিচালক , তাইওয়ানের বিখ্যাত পরিচালক লাই শেন ছুয়ান বলেন , মূলভূভাগ ও হংকংয়ের সঙ্গে তাইওয়ানের সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো আধুনিক যুগের এক প্রবণতা । তিনি বলেন , তাইওয়ানের সাহিত্য ও শিল্পকলা ক্ষেত্রের ব্যক্তিরা মনে করেন , মূলভূভাগ , হংকং ও ম্যাকাওসহ বিশ্বের চীনাদের সঙ্গে আমাদের সহযোগিতা বাড়াতে হবে । এতে আমাদের ভবিষ্যত আরো স্বাধীন ও উন্মুক্ত হবে । প্রণালীর দু' পার মিলিতভাবে সৃষ্ট অপেরা ও নাটক প্রথমে মূলভূভাগে তার পর তাইওয়ানে পরিবেশন করে , এটা এক মজার ব্যাপার । তিনি আরো বলেন , গত বিশ বছরে প্রণালীর দু'পারের সাংস্কৃতিক বিনিময় , সফর বিনিময় ও সহযোগিতা দু পক্ষের উন্নয়নকে তরান্বিত করেছে । আমাদের মিলিতভাবে চীনা জাতির সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখার জন্য প্রচেষ্টা চালানো উচিত ।
|