ইউরোপ সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২১ জানুয়ারী ব্রাসেলসে পুনরায় ঘোষণা করেন যে, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন ন্যায়, অবাধ ও নিরপেক্ষ হবে । পাশ্চাত্য দেশগুলোর নির্বাচন প্রশ্নে পাকিস্তানের জন্য অগ্রহণযোগ্য মানদন্ড নির্ধারণ করা উচিত নয় ।
এদিন পারভেজ মুশাররফ ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি হাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান অবাধ , ন্যায়, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে । নির্বাচনে কারচুপির কোন সম্ভাবনা নেই । তিনি আরো বলেন, তিনি গণতন্ত্র ও মানবাধিকারকে সম্মান করেন । তবে পাশ্চাত্য দেশগুলোর পাকিস্তানের ওপর কঠোর মানদন্ত চাপিয়ে দেয়া উচিত হবে না । হাভিয়ার সোলানা বলেন, ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা গণতন্ত্রে উত্তরণের পদক্ষেপ এবং নির্বাচনের ফলাফল ভবিষ্যতে ই.ইউ. ও পাকিস্তানের সহযোগিতার মানের সঙ্গে সম্পর্কিত হবে ।
সন্ত্রাস দমন প্রসঙ্গে পারভেজ মুশাররফ বলেন, পাকিস্তান ইসলামী চরমপন্থীদের ওপর আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালাবে ।হ্যাভিয়ার সোলানা আশা প্রকাশ বলেন, পাকিস্তান আফগান সরকার ও ন্যাটোর নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করে আফগানিস্তানের স্থিতিশীলতা বাস্তবায়নে সহায়তা দেবে । (ছাও ইয়ান হুয়া)
|