চীন মৃত্যুদন্ডে কড়াকড়ি আনবে
cri
চীনের সুপ্রীম কোটের মহা পরিচালক সিও ইয়াং ২১ জানুয়ারী পেইচিংএ বলেছেন, চীন অব্যাহতভাবে মৃত্যুদন্ড দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ন্ত্রণ বজায় রাখবে। চীনের জাতীয় আদালতের ফৌজদারী বিচার কর্ম সম্পর্কিত একটি সভায় তিনি বলেন, ২০০৭ সালের ১ জানুয়ারী থেকে চীনের সুপ্রিম কোটের মৃত্যুদন্ড দেয়ার বিধানে সংস্কার চালু হওয়ার পর , মৃত্যুদন্ডের মাপকাঠি নিশ্চিত হয়েছে। যার ফলে সমাজের স্থিতিশীলতা রক্ষা পেয়েছে এবং সমাজের সুষমতা তরান্বিত হয়েছে। তিনি বলেন, চলতি বছর বিচার ক্ষেত্রে আরও বেশী ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। যাতে মৃত্যুদন্ডের মাপকাঠি্ অনুযায়ী বিচার কাজ স্থায়ী, স্থিতিশীল ও শৃংখলভাবে চলে ।
|
|