ইসরাইলের টেকসার না,এর একটি গোয়েন্দা উপগ্রহ ২১ জানুয়ারী ভারতের শ্রিহারিকাটার উতক্ষেপন কেন্দ্র থেকে উতক্ষেপন করা হয়েছে।
জানা গেছে , এই উপগ্রহের ওজন ৩০০ কিলোগ্রামের কম। উপগ্রহে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে ইসরাইলের উতক্ষেপিত ওফেক ধারাবাহিক উপগ্রহের তুলনায় এই উপগ্রহের ছবি তোলার ক্ষমতা অনেক বেশি। দিন ও রাতের বেলায় এবং যে কোনো আবহাওয়ায় এই উপগ্রহ উঁচু মানের ছবি ধারণ করতে পারে। যুগাতে পারে। এমনকি মাটি থেকে ১০ সেন্টিমিটার দূরের ছবিও নির্পণ করা যায়।
ইসরাইলের আ্যারোস্পেস শিল্পের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইজহাক নিসান বলেন, এই উপগ্রহের সফল উতক্ষেপন মহাশুন্য প্রযুক্তির ক্ষেত্রে ইসরাইলের শক্তির প্রকাশ ।
|