v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-21 19:55:47    
খেলার জগত

cri
শুরুতেই ক্রিকেট

অস্ট্রেলিয়াকে থামিয়ে দিয়েছে ভারত ।

দীর্ঘ দু'বছর ধরে যে দলটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল সেই অস্ট্রেলিয়াকে যেন আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো মাত্র চার দিনের মধ্যেই ভারত । একটানা ষোলটি জয়ের পর অবশেষে অস্ট্রেলিয়ার অহংকারের প্রাসাদ ভেঙে খানখান হয়ে গেল । ১৯৮৫-৮৬ সালে পার্থে শেষবার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ । আট বছর পর ওয়াকায় ভারত ইতিহাস গড়লো ৭২ রানের এক দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে । তারা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ৩৪০ রানে থামিয়ে দিয়েছিল । সন্দেহ নেই, বিদেশের মাটিতে এটি তাদের সেরা জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বহুদিন । শনিবার তৃতীয় টেস্টের চতুর্থদিন শেষ পর্যন্ত ভারতের সামনে নতজানু হয় অস্ট্রেলিয়া । মাইকেল জনসন ও স্টুয়ার্ট ক্লার্ক ১৬ হাজার দর্শককে কিছুক্ষণের জন্য আশান্বিত করেছিলেন নবম উইকেটে ৭৩ রানের চিত্তাকর্ষক জুটি গড়ে । কিস্তু ভারত অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করেনি । মাইকেল ক্লার্ক তার ৮১ রানের ইনিংস দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন । কিন্তু পন্টিং, হাসি, সাইমন্ডস, গিলক্রিস্ট ফিরে যাওয়ায় নড়বড়ে হয়ে পড়ে তারা । আর ক্লার্ক যখন কুম্বলের ফ্লাইটে পরাস্ত হন, অস্ট্রেলিয়ার শেষ আশাটুকুও নিভে যায় তখন । জনসন ও স্টুয়ার্ট ক্লার্ক এরপর ও লড়াই করেছেন । ৭৩ রানের অপ্রত্যাশিত জুটিও গড়েছেন তারা প্রায় বল প্রতি রানে । কুম্বলে নতুন বল নেয়ার পর ইরফান পাঠান তার দ্বিতীয় ওভারের শেষ বলে স্টুয়ার্ট ক্লার্ককে ৩২ রানে ফেরত পাঠান । জনসন অক্ষত রয়ে যান ৫০ রানে । শেষ ব্যটসম্যান হিসেবে শন টেইটকে যখন আরপি সিং বোল্ড করেন, কুম্বলের ভারত তখন আনন্দে উত্তাল । একদিন বাকি থাকতেই ভারতের জয়ে চার ম্যাচের সিরিজ জীবন্ত হয়ে উঠলো । সিরিজে যদিও অস্ট্রেলিয়া ২-১ এ এগিয়ে রয়েছে এখন । অ্যাডিলেডে ২৪ জানুয়ারি শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ । এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইরফান পাঠান ।

এর আগে ভারতের অধিনায়ক অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক হয়েছেন । পার্থে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন অ্যান্ড্রু সাইমন্ডসকে তুলে নিয়ে এই কৃতিত্ব দেখান কুম্বলে । নিজের ১২৪তম টেস্টে ৬০০ উইকেট ক্লাবের সদস্য হলেন কুম্বলে । শেন ওয়ার্ন ও মুত্তিয়াহ মুরালিধরনের পর কুম্বলে এই সাফল্য দেখালেন ।

দক্ষিণ আফ্র্রিকার জয়লাভ

বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারনে, সেঞ্চুরিয়ান সিরিজের প্রথম ওয়ান ডে-র খেলাটি ৫০ ওভারের পরিবর্তে ৩৬ ওভারে নির্ধারিত হয় । টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতেই ১৭৫ রানে অল আউট হয়ে যায় । এরপর দক্ষিণ অফ্রিকা খেলতে নেমে খেলা শেষ হওয়ার ২ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় । জ্যাঁ পল ডুমিনি ৭৯ রান করে ম্যাচ জেতায় দারুন ভূমিকা রেখেছেন ।

ফুটবল

এ মৌসুমটা যেন এসি মিলানের ব্যর্থতার মৌসুম । সেরি এ লীগের শিরোপা রেস থেকে অনেক আগেই ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন্স লীগ শিরপাধারীরা । এবার ইতালিয়ান কাপ থেকেও বিদায় নিতে হল এসি মিলানকে । ইতালিয়ান কাপের শেষ ষোলর দ্বিতীয় লেগের খেলায় ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মিলান প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারতে হয়েছিল সেরি এর জায়ান্টদের । ফলে দু লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে মিলানকে টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হলো তারা । মিলানের শেষ ভরসা এখন চ্যাম্পিয়ন্স লীগ । এখনও সেরি এ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বাইরে রয়েছে মিলান । ফলে চ্যাম্পিয়ন্স লীগে এবার শিরোপা জিতলেও আগামী মৌসুমে হয়তো উয়েফা কাপে নাম লেখাতে হতে পারে তাদেরকে ।

অপর ম্যাচে তুরিনোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোমা ।

স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যায় । হলোও তাই । রিয়াল মাদ্রিদের এক মৌসুমে তিনটি শিরোপা জয়ের স্বপ্ন এলোমেলো হয়ে গেলো । স্প্যানিশ কিংস কাপের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে মালোরকার বিপক্ষ ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ । এবার জিততে পারলে মোটা অংকের বোনাস পেতো তারা । কিন্তু লা লীগা চ্যাম্পিয়নদের সে স্বপ্নকে ভেঙে দিয়েছে মালোরকা । স্প্যানিশ কিংস কাপ বরাবরই রিয়ালের জন্য একটি দু:স্বপ্নের টুর্নামেন্ট । গত ১৫ বছরে কিংস কাপ শিরোপা জয়ের স্বাদ পায় নি স্প্যানিশ জায়ান্টরা । প্রথম লেগের ম্যাচেও মালোরকার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল । দু'লেগ মিলিয়ে রিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মালোরকা ।

আফ্রিকান নেশন্স কাপ

আফ্রিকার ১৬টি দেশের ফুটবল টুর্নামেন্ট আফ্রিকান নেশন্স কাপ-এর লড়াই শুরু হয়েছে গতকাল থেকে । এটি কেবল আফ্রিকার দেশগুলোর লড়াই নয়, ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা আফ্রিকান খেলোয়াড় নিজের এবং দেশের এবং সর্বোপরি ক্লাবের মুখ উজ্জ্বল করতে মরিয়া হয়ে খেলবে ।

ঘানার চারটি শহরে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ।

ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।

টেনিস

শেষ পর্যন্ত পারলেন না সানিয়া । অসাধারণ লড়াই করে ভেনাসের কাছে হেরে গেলেন তিনি । অস্ট্রেলিয়ান ওপেনে তার জয়যাত্রা থামল ও তৃতীয় রাউন্ডে এসে । গতকাল ভেনাসের কাছে ৭-৬ ও ৬-৪ সেটে হেরে যান তিনি । প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করা সানিয়া একসময় ৫-৩ এ এগিয়ে ছিলেন । কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ভেনাস এবং পরের সেটে সমতা আনেন । তারপর ও মীমাংসা হয়নি পরের সেটের । টাইব্রেকারে গড়ায় । টাইব্রেকারে ৭-৬ এ প্রথম সেট জিতেন এই আমেরিকান । দ্বিতীয় সেটেও লড়াইয়ের আভাস দিচ্ছিলেন সানিয়া । এগিয়েও যান এই ভারতীয় । কিন্তু পারেন নি ।

দিনের অন্য ম্যাচে মেয়েদের বিভাগে জয়লাভ করেন আনা ইভানোবিচ ও মারিয়া কিরিলেনকো । রেংকিং -এ চতুর্থ স্হানে থাকা আনা ইভানোভিচ ৬-৩ ও ৬-৪ সেটে ক্যাটারিনা স্রিবোটনিককে হারান ।

পুরুষদের বিভাগে জয় পেয়েছেন ফেবারিট রজার ফেদেরার, নো ভাক দোকোভিচ , জেমস বেক এবং মারিন সিলিক ।