চীনের যন্ত্র শিল্প ফেডারেশনের উপ-পরিচালক ছাই ওয়েই ছি ২১ জানুয়ারি পেইচিংয়ে জানান, চীনে নতুন জ্বালানি চালিত গাড়ি গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত ২০০৭ সালের চীনের যন্ত্র শিল্প সংক্রান্ত সংবাদ সম্মেলনে ছাই ওয়েই ছি বলেন, বর্তমান চীনের নিজের গবেষণা থেকে উত্পাদিত বিদ্যুত চালিত, মিশ্র জ্বালানি চালিত এবং ব্যাটারি চালিত গাড়ি পৃথক পৃথকভাবে বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে ব্যাটারি চালিত গাড়ি চীনের ৭০টিরও বেশি শহরে চালু হয়েছে। বাজারে এর সংখ্যা ৩ লক্ষ। এতে প্রতি বছর তেল সাশ্রয় হচ্ছে প্রায় ৩০ লাখ টন। (ইয়াং ওয়েই মিং)
|