সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারে চীনের প্রথম বেতার কনফুসিয়াস ইন্সটিটিউট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতিকে পছন্দকারী বিদেশী বন্ধুদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। কারণ চীনা ভাষা শেখার ব্যাপারে আরও একটি পদ্ধতি এখন চালু হলো আর তা হলো বেতার অনুষ্ঠান। বিদেশী বন্ধুরা এখন বেতার কনফুসিয়াস ইন্সটিটিউটের ওয়্যারলেস এবং ইন্টারনেটের চীনা ভাষা শেখা সংক্রান্ত অনুষ্ঠান শোনার মাধ্যমে সুবিধাজনকভাবে চীনা ভাষা শিখতে পারবেন।
শ্রোতাবন্ধুরা, আপনারা জানেন কী না , মাত্র কিছুদিন আসে চীনা প্রাচীণ রচনাগুলো মুখস্ত করেছে যে মেয়েটা , সে আসলে সার্বিয়ার একজন ৯ বছরের বিদেশী ছোট্ট শিশু বন্ধু। তার একটি খুবই সুন্দর নাম আছে -- সু লি না। তিন বছর আগে , সু লি না তার মার সাথে চীন চলে আসে । মা সু ছুন ইয়ু আমাদের সংবাদদাতাকে মেয়েটির চীনা ভাষা শেখার বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন:" তিন বছর আগে, সু লি না চীনা ভাষার একটি অক্ষরও কিছুই বলতে পারতো না। প্রথম দুই তিন মাস সে সবসময় চুপচাপ থাকতো । তাকে জিজ্ঞেস করলে সে কীভাবে বলবে তা জানতো না। এজন্য মেয়েটি চীনা শিশুদের সাথে খেলা-ধূলাও করতে পারতো না। আস্তে আস্তে তার অজানা ভাষাটিকে আমি মাতৃভাষায় রূপান্তর করতে সক্ষম হয়েছি । এখন সে পেইচিং-এর ছোট্ট ছেলেমেয়েদের মতোই সব কিছু বলতে পারে।"
মাতৃভাষার মতো অবস্থায় সু লি না দ্রুতভাবে চীনা ভাষা আয়ত্ত করে। এ শিক্ষাদানের ধারণা নিয়ে বেতার কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। জানা গেছে, এ বেতারসম্প্রচার চীন আন্তর্জাতিক বেতার ও কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দফতরের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ বেতারে চীনা ভাষা শিক্ষাদানের একই পাঠ্যপুস্তক ব্যবহার করে মোট ৩৮টি ভাষার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের চীনা ভাষা শিখাগ্রহণকারীদের জন্য সংশ্লিষ্ট বিশেষ অনুষ্ঠান তৈরী করে প্রচার করবে। এ সব চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটি কনফুসিয়াস ইন্সটিটিউট বেতারের ওয়্যারলেস এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এর মানে হচ্ছে বিশ্বের নানা দেশের বিদেশী বন্ধুরা নিজেদের মাতৃভাষায় তৈরী এমন চীনা ভাষা শিক্ষাদানের পাঠক্রম পাবে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিন শেং বলেছেন, বেতার কনফুসিয়াস ইন্সটিটিউট যেন আকাশে একটি বন্ধুত্বপূর্ণ সেতু প্রতিষ্ঠা করবে।তিনি বলেন:" বেতার কনফুসিয়াস ইন্সটিটিউটের নিজের অপরিহার্য প্রাধান্য রয়েছে। যা দ্রুতভাবে বিশ্বের নানা দেশের জনগণকে চীনা ভাষা শেখার চাহিদা পূরণ করতে সক্ষম। চীন আন্তর্জাতিক বেতারের ৪০ বছরেরও বেশি সময়ের চীনা ভাষা শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে।"
আসলে ২০০৪ সাল থেকে চীন সরকার বিশ্বের বিভিন্ন জায়গায় বিদেশীদের জন্য চীনা ভাষা শিক্ষাদানের সংস্থা গড়ে তোলার চেষ্টা করে এসেছে। এ পর্যন্ত ,চীন ৬০ টিরও বেশি দেশ ও অঞ্চলে মোট ২০০টিরও বেশি কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের আদান-প্রদান দিন দিন ব্যাপক ও গভীরতর হওয়ায় চীনা ভাষার সাংস্কৃতিক ও ব্যবহারিক মূল্যও বৃদ্ধি পাচ্ছে। এতে আরো বেশি বিদেশীরা চীনা ভাষা শেখার দলে যোগ দিচ্ছে । এক পরিসংখ্যান থেকে জানা গেছে, এখন চীনা ভাষা শিক্ষা গ্রহণকারী বিদেশীদের সংখ্যা পৌঁছেছে ৩ কোটিতে। কনফুসিয়াস ইন্সটিটিউটে শিক্ষকদের অভাব দেখা দিয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বেতার কনফুসিয়াস ইন্সটিটিউট ঠিকসময় চালু হলো।
1 2
|