চীনের যন্ত্র শিল্প ফেডারেশনের উপ-পরিচালক ছাই ওয়েইচি ২১ জানুয়ারী পেইচিংয়ে বলেন, গত বছরের শেষ নাগাদ চীনের যন্ত্রপাতি এবং সাজসরঞ্জামের স্বয়ংসম্পূর্ণতার হার ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।
তিনি আরো বলেন, প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর চীনের যন্ত্র শিল্পের মোট উত্পাদন মূল্য প্রথমবারের মতো সাত ট্রিলিয়ন রেনমিনপি ছাড়িয়ে গেছে। তা ছাড়া, গত বছর চীনের যন্ত্র শিল্প স্বতন্ত্রভাবে নতুন প্রযুক্তি উদ্ভাবন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যও অর্জন করেছে। এর ফলে কৃষি ও নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের উন্নততর মানসম্পন্ন উচ্চ প্রযুক্তির সাজ-সরঞ্জাম সরবরাহ করা গেছে।
তিনি বলেন, আগামী কয়েক বছর ধরে চীনের যন্ত্র শিল্পে অব্যাহত স্থিতিশীলতা ও দ্রুত বৃদ্ধিহার বজায় থাকবে, তবে বৃদ্ধিহার গত বছরের চেয়ে কিছুটা ধীর গতির হবে। (লিলি)
|