v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-21 16:38:20    
সিনচিয়াংয়ে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবেপেশাগত শিক্ষা গ্রহণ শেষে উপযুক্ত চাকরি পাচ্ছে

cri
    ২০০৭ সালে চীনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ৫০ লাখ ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রি লাভ করেছেন। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বৃত্তিমূলক বিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের জন্য চাকরি পাওয়া খুবই সহজ। জানা গেছে, চলতি বছর এসব বৃত্তিমূলক বিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাভকারী ছাত্রছাত্রীর কর্মসংস্থানের হার ৯০ শতাংশেরও বেশি।

    চলতি বছর সিনচিয়াং হালকা শিল্প বৃত্তিমূলক বিদ্যালয়ের উচ্চ পর্যায়ের পেশাগত প্রযুক্তি বিভাগের স্নাতক ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২৪০০। চাকরি পেয়েছে এমন স্নাতক ছাত্রছাত্রীর হার ৯৫ শতাংশ। চাহিদার চেয়ে সিনচিয়াং যন্ত্র ও বিদ্যুত্ পেশাগত বিদ্যালয়ের যন্ত্র ও বিদ্যুত্ বিভাগের স্নাতক ডিগ্রি নেয়া ছাত্রছাত্রীদের সংখ্যা কম। এ বিদ্যালয়ের উপাচার্য ওয়াং চিয়ান মিং বলেছেন,

    গত কয়েক বছরে চাহিদার তুলনায় যন্ত্র ও বিদ্যুত্ এবং ব্যবস্থাপনা বিভাগের স্নাতক ছাত্রছাত্রীর সংখ্যা কম। সিনচিয়াং ছাড়া অন্যান্য প্রদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোও আমাদের কাছে আগামী বছর যে সব ছাত্রছাত্রী স্নাতক হবে সেই সব ছাত্রছাত্রীদেরকে তাদের প্রতিষ্ঠানে যোগ দেয়ার জন্যে আবেদন করেছে।

    সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পেশাগত শিক্ষা ব্যাপকভাবে উন্নত হচ্ছে। বিশেষ করে, পেশাগত প্রযুক্তি ক্ষেত্রের প্রতিভা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। গত দু'বছরে বৃত্তিমূলক বিদ্যালয় নির্মাণের জন্য স্থানীয় সরকার ৩০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে। বর্তমানে সিনচিয়াংয়ে চালু বিভিন্ন বৃত্তিমূলক বিদ্যালয়ের সংখ্যা ২৫০টি।

    পেশাগত প্রযুক্তি শিক্ষার পদ্ধতি ধাপে ধাপে আধুনিকায়নের প্রক্রিয়ায় সিনচিয়াংয়ের বিভিন্ন বৃত্তিমূলক বিদ্যালয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা ত্বরান্বিত করা, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিশেষ প্রতিভা গড়ে তোলা এবং এক দিকে চর্চা করা আর অন্য দিকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা নিচ্ছে। বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে বাজারের চাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

    সিনচিয়াং হালকা শিল্প বৃত্তিমূলক বিদ্যালয়ের তথ্য ও সম্প্রচার বিভাগ হচ্ছে সিনচিয়াং অর্থনীতি পত্রিকার সহযোগিতায় গড়ে তোলা একটি প্রতিষ্ঠান। এই বিভাগ খোলার গোড়ার দিকে পত্রিকাটির সঙ্গে স্নাতক ছাত্রছাত্রীদের চাকরি দেয়া সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গত বছরের জুলাই মাসে ৮০জনেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসব ছাত্রছাত্রীদের সবাই ইতোমধ্যেই চাকরি পেয়েছে। বিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার এ ধরণের পদ্ধতি দ্রুততার সঙ্গে স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সমস্যার ফলপ্রসু সমাধান করেছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোরও স্বীকৃতি পেয়েছে। সিনচিয়াং অর্থনীতি পত্রিকার সহকারী পরিচালক , মানব সম্পদ কেন্দ্রের পরিচালক উ হুং মিং বলেছেন,

    বর্তমানে পত্রিকার জন্য উপযুক্ত প্রার্থীদের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রতিভা খুঁজে বের করা খুব কঠিন। পত্রিকায় সম্পাদক, সাংবাদিক ছাড়া, বিজ্ঞাপণ ও প্রকাশনা বিভাগের কর্মীর সংখ্যা বেশ। তবে বিশ্ববিদ্যালয়ে এ ক্ষেত্রে বিশেষ শিক্ষা দেয়া হয় না। সুতরাং আমাদের পত্রিকা হালকা শিল্প বৃত্তিমূলক বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার চেষ্টা করেছে।

    সিনচিয়াং কৃষি বৃত্তিমূলক বিদ্যালয়ের অফিসের পরিচালক চু লি হোং এ নতুন শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে বলেছেন,

    আমরা শিক্ষাদানের ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে বহু পক্ষের জন্যে কল্যাণকর প্ল্যাটফরম গড়ে তুলেছি। আমাদের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে চর্চা করতে শুরু করে এবং স্নাতক হলে সেই শিল্পপ্রতিষ্ঠানেই নিয়োগ পাবে।

    শিক্ষাদানের নতুন পদ্ধতির অব্যাহত উদ্ভাবন এবং কর্মসংস্থানের হার অব্যাহতভাবে উন্নত হওয়ায় সিনচিয়াং বৃত্তিমূলক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অন্যান্য প্রদেশের আরো বেশি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সিনচিয়াং কৃষি বৃত্তিমূলক বিদ্যালয়ের অফিসের পরিচালক চু লি হোং বলেছেন,

    ২০০০ সালে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এক হাজারেরও কম ছিল। তবে ছয় বছরের উন্নয়নের মাধ্যমে ২০০৬ সালে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ছ'হাজারেরও বেশি। ছাত্রছাত্রীরা দেশের ২৪টি প্রদেশ ও শহর থেকে এসেছে।

    বর্তমানে সিনচিয়াংয়ের বৃত্তিমূলক বিদ্যালয়গুলো ভর্তি হওয়া ও কর্মসংস্থানের সমস্যার সমাধান করেছে। সিনচিয়াংয়ের বৃত্তিমূলক শিক্ষা এখন টেকসই উন্নয়নের পথে চলছে।