জার্মানীর অব্যাহত একচীন নীতি অনুসরণের জন্য চীন প্রশংসা করে এবং জার্মানীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী । ২০ জানুয়ারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ সংবাদদাতাদের প্রশ্নের উত্তরের সময় এ কথা বলেন ।
জানা গেছে, ২২ জানুয়ারী অনুষ্ঠেয় ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে ছ'দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী'র সঙ্গে বৈঠক করবেন । অন্য এক খবরে জানা গেছে, জার্মানীর পরিবেশ সংরক্ষণমন্ত্রী এ মাসের শেষ দিকে চীন সফর করবেন ।
চিয়াং ইউ আরও বলেন, চীন সরকার জার্মানীর সঙ্গে মৈত্রীকে গুরুত্ব দিয়ে দেখে এবং কৌশলগত ও দীর্ঘকালীন ক্ষেত্রে দু'দেশের সমস্যার মোকবিলা করে । এর আগে দু'দেশের সমস্যার সমাধান এবং চীন ও জার্মানীর সম্পর্ক স্থিতিশীল আর সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দু'পক্ষ বহুবার আলোচনা করেছে । জার্মান সরকার চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে এবং দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে , তাইওয়ান ও তিব্বত হলো চীনের ভুভাগের অংশ , তাইওয়ানের জাতিসংঘে অন্তর্ভুক্তির বিরোধিতা করে এবং তিব্বতের স্বাধীনতাও সমর্থন করে না । এ প্রসঙ্গে চীন প্রশংসা করে এবং জার্মানীর সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করাসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের নীতিতে দু'দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|