গত ৫ বছরে চীনের কেন্দ্রীয় সরকারের তিব্বতে দেয়া বিভিন্ন আর্থিক সাহায্য ১০০.৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তি বলেন, গত ৫ বছরে চীনের কেন্দ্রীয় সরকারের সাহায্যের কারণে তিব্বতের আর্থিক সামর্থ্য অব্যাহতভাবে বেড়েছে । এর পাশাপাশি তিব্বতের সংশ্লিষ্ট বিভাগ নিজেদের আর্থিক সামর্থ্য উন্নত করে এবং স্থানীয় অর্থনীতির দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন বাস্তবায়ন করে । ২০০৭ সালে তিব্বতের আর্থিক ঘাটতি পুরণ হলে ১৫ বছরের ঘাটতির ইতিহাসের অবসান ঘটে । বর্তমানে তিব্বতের আর্থিক সমন্বয় ও নিশ্চয়তার সামর্থ্য অনেক বেড়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|