চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৯ জানুয়ারী আলাদা আলাদাভাবে চীনের প্রবীণ বিজ্ঞানী ছিয়ান স্যু সেন ও উ ওয়েন চ্যুনের বাড়িতে গিয়ে তাদেরকে বসন্তি উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন ।
৯৭ বছর বয়স্ক ছিয়ান স্যু সেন চীনের মহাকাশ ক্ষেত্রের অন্যতম প্রতিষ্ঠাতা । ৮৯ বছর বয়স্ক উ ওয়েন চ্যুন একজন বিখ্যাত অঙ্কবিদ । তারা পেইচিংয়ে থাকেন ।
ছিয়ান স্যু সেনের সঙ্গে দেখা করার সময় হু চিন থাও বলেন , বর্তমানে সমগ্র পার্টি ও দেশের বিভিন্ন জাতির জনগণ পার্টির সপ্তদশ কংগ্রেসের চেতনা ও দিকনির্দেশনায় বিপুল উদ্দীপনার সঙ্গে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে । এর মধ্য দিয়ে দেশের সমৃদ্ধি , জাতীয় সংহতি , জনগণের সুখ ও সমাজের সুষমতা লক্ষ্যমাত্রা অবশ্যই বাস্তবায়িত করা যাবে ।
উ ওয়েন চ্যুনের সঙ্গে দেখা করার সময় হু চিন থাও বলেন , চীনের পার্টি ও সরকার বিজ্ঞানের বুনিয়াদী গবেষণা জোরদার করার ক্ষেত্রে আরো বেশি অর্থ বরাদ্দ করবে এবং নতুন বিজ্ঞানীদের প্রশিক্ষণের ওপর ব্যাপক গুরুত্ব দেবে । (থান ইয়াও খাং)
|