'দি টাইমস অফ ইনডিয়া' পত্রিকার ২০ জানুয়ারির খবর উদ্ধৃত করে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, ভারতের কংগ্রেস পার্টি সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ সরকারে কিছু রদবদল আনার কথা ভাবছে।
পত্রিকাটি কংগ্রেস পার্টির একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, সরকারে সম্ভাব্য রদবদল জানুয়ারির শেষ দিকে হতে পারে। এই রদবদলের অন্যতম কারণ কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইউপিএ'র গুরুত্বপূর্ণ মিত্র ডিএমকে যৌথ সরকারে আবার পরিবেশ মন্ত্রীর পদটি চেয়েছে। এ কারণে যৌথ সরকারের শরিক অন্য দলগুলোর স্বার্থ বিবেচনা করে কংগ্রেস সরকারে রদবদল আনতে বাধ্য হচ্ছে।
'দি টাইমস অফ ইনডিয়া' পত্রিকা আরো জানিয়েছে, এ বছরের শেষার্ধের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কংগ্রেস পার্টি কেন্দ্রীয় ও প্রধান প্রধান প্রদেশের নেতৃত্বে পরিবর্তন আনতে পারে। (খোং চিয়া চিয়া)
|