নব বর্ষের শুরুতে হংকংয়ের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোর রির্পোটে চলতি বছর হংকংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে , যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের প্রভাবে ২০০৮ সালে হংকংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হবে , যা এর আগের পূর্বাভাবের চেয়ে ০.৬ শতাংশ কম।
দি ব্যাংক অভ ঈস্ট এশিয়ার ধারণা , আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে চীনের মূল ভুভাগের সঙ্গে হংকংয়ের সম্পর্ক দিন দিন নিবিড় হচ্ছে বলে মূল ভুভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি হংকংয়ের অর্থনৈতিক উন্নয়নের চালকশক্তি হবে। অন্য দিকে চীনের মূল ভূভাগের বিরাট ক্রেতা শক্তি হংকংয়ের ভোক্তা ও পর্যটন বাজারকে চাঙ্গা করে তুলবে।
|