আল কায়েদা সংস্থা এবং আফগানিস্তানে তার মিত্ররা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো হত্যাকান্ডের নেপথ্য ষড়যন্ত্রকারী বলে মনে করে মার্কিন কেন্দ্রীয় সংস্থা সি আই এ । ১৮ জানুয়ারী মার্কিন সি আই এ'র মহাপরিচালক মাইকেল হেইডেন এ কথা জানিয়েছেন। বেনজির ভূট্টো হত্যাকান্ড সম্পর্কে এটাই মার্কিন সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তার সবচেয়ে স্পষ্ট ও প্রকাশ্য মন্ত্রব্য।
তিনি বলেন, আল কায়েদার সহায়তায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সম্প্রদায়ের নেতা আব্দুল্লাহ মেহসুদ সশস্ত্র লোকজন পাঠিয়ে গত ২৭ ডিসেম্বর বেনজির ভূট্টো হত্যাকান্ড সংঘটিত করে। তিনি আরো বলেন, আব্দুল্লাহ মেহসুদের নেতৃত্বাধীন এই সম্প্রদায় আল কায়েদার সঙ্গে ধারাবাহিক সশস্ত্র তত্পরতা চালিয়ে যাচ্ছে । যা পাকিস্তানে স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে।
আব্দুল্লাহ মেহসুদ বেনজির ভূট্টো হত্যাকান্ডে জড়িত থাকার কথা সম্পর্কের অস্বীকার করেছেন।--ওয়াং হাইমান
|