v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-19 18:46:51    
পঞ্চম চীন-মার্কিন কৌশলগত সংলাপ শেষ

cri
    পঞ্চম চীন-মার্কিন দু'দিন ব্যাপীকৌশলগত সংলাপ ১৮ জানুয়ারী চীনের গুয়েযৌ প্রদেশের রাজধানী গুয়েইয়াং শহরে শেষ হয়েছে। দু' পক্ষ এক মত হয়েছে যে, ২০০৮ সালে চীন ও যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দু'দেশের প্রেসিডেন্টের মধ্যেকার মতৈক্য কার্যকর করবে, আন্তর্জাতিক বিষয়ে আলাপ-আলোচনা ও সমন্বয় জোরদার করবে , স্পর্শকাতর সমস্যগুলো সঠিকভাবে মোকাবেলা করবে এবং দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ডেই বিন গুও ও যুক্তরাষ্ট্রের স্থায়ী উপ পররাষ্ট্রমন্ত্রী জন ডি নিগ্রোপন্টে এবারের সংলাপ সভাপতিত্ব করেছেন।

    চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ডেনি বিন গুও তাইওয়ান সমস্যায় চীনের মৌলিক অবস্থান আরেক পুনব্যক্ত করেন। তিনি বলেন, বতর্মান পরিস্থিতিতে তাইওয়ান কর্তৃপক্ষের " জাতি সংঘ সদস্য হওয়ার জন্য তথাকথিক ভোটের আয়োজন" সহ নানা ধরনের " বিচ্ছিন্নতাবাদী স্বাধীন তাইওয়ান প্রয়াসের" বিরোধিতা করা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা এবং দু'দেশের সম্পর্কের সার্বিক পরিস্থিতি রক্ষা করার গুরুত্বপূর্ণ তাত্পপর্য রয়েছে। জন ডি নেগ্রোপোনটে বলেন, তাইওয়ান সমস্য স্পর্শকাতর সমস্য এবং এ ব্যাপারে চীনের উদ্বেগ যুক্তরাষ্ট্র উপলদ্ধি করে। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে অবিচল কয়েছে এবং " জাতি সংঘের সদস্য হওয়ার জন্য তথাকথিত গণ ভোটের আয়োজন" সহ নানা ধরনের " বিচ্ছিন্নতাবাদী স্বাধীন তাইওয়ান প্রয়াসের" বিরোধিতা করে।যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সংশ্লিষ্ট পরিস্থিতির দিকে সর্তকনজর রাখবে।

    দু'পক্ষ পুনরায় মত প্রকাশ করেছে যে , পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজন দু'দেশের অভিন্ন স্বার্থের জন্য কল্যাণকর। এ ক্ষেত্রে দু'পক্ষ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।