চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে ১৮ জানুয়ারী পেইচিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সাক্ষাত্ করেছেন।
হু চিন থাও বলেন, প্রধানমন্ত্রী ব্রাউনের এবারের চীন সফর বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে, চীন ও বৃটেন যৌথভাবে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করবে এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করবে।
প্রধানমন্ত্রী ব্রাউন ও বৃটেন সরকার তাইওয়ান সমস্যায় এক চীনের নীতিতে অবিচল থাকবে, স্পষ্টভাবে তাইওয়ান কর্তৃপক্ষের "জাতিসংঘে অন্তর্ভুক্তের জন্য গণ ভোট আয়োজনের" বিরোধিতা করবে এবং চীনের শান্তিপূর্ণ পুনরেকীকরণকে সমর্থন করবে। হু চিন থাও-এর প্রশংসা করেছেন।
ব্রাউন বলেন, এবারের সফর বৃটেন ও চীনের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো গভীরতর করেছে। তিনি জোর দিয়ে বলেন, বৃটেন চীনের কোম্পানিগুলোকে বৃটেনে পুঁজি বিনিয়োগ করার জন্য স্বাগত জানায় এবং চীনের পুঁজি বিনিয়োগের মুনাফা অর্জনের জন্য পরিবেশ সৃষ্টি করবে।
ব্রাউন পুনরায় ঘোষণা করেছেন, বৃটেন স্পষ্ট ও অবিচলভাবে এক চীনের নীতি অনুসরণ করবে এবং এর কোন পরিবর্তন হবে না। (ইয়ু কুয়াং ইউয়ে)
|