বিশ্বের প্রথম চীনা ভাষা শিক্ষাদানের স্নাতকোত্তর ফোরাম ১৭ জানুয়ারী চীনের জিনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।
এবারের ফোরাম চীনের জিনান বিশ্ববিদ্যালয় ও বিশ্বের চীনা ভাষা শিক্ষা সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামে স্নাতকোত্তরগণ হচ্ছেন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। ফোরামের প্রসঙ্গ হলো আন্তর্জাতিক পটভূমিতে বিশ্বে চীনা ভাষা শিক্ষা উন্নয়ন। সেমিনারে বিশ্বে চীনা ভাষা প্রতিভার চাহিদা, বিশ্বে চীনা ভাষা শিক্ষার অবস্থা ও চীনা ভাষা শিক্ষকের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে তাইওয়ান প্রণালীর দু'পার, হংকং , ম্যাকাও এবং সিঙ্গাপুরে চীনা ভাষা শিক্ষাদানের স্নাতকোত্তরদের গবেষণার সাফল্য প্রদর্শন করা হয়।
বিশ্বের চীনা ভাষা শিক্ষাদান সমিতির মহাসচিব তোং পেং ছেং বলেছেন, বর্তমানে বহু দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক স্কুলে চীনা ভাষার ক্লাস ও কোর্স চালু হয়েছে। বিশ্বে চীনা ভাষা শিক্ষাদানের স্নাতকোত্তর ফোরাম বিশ্বে চীনা ভাষা শিক্ষা ত্বরান্বিত ও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।(লিলু)
|