১৮ জানুয়ারী ইন্টারফ্যাক্সের এক খবরে জানা গেছে, তাজিকিস্তান ও রাশিয়ার মধ্যে সামরিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে ।
জানা গেছে, সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত দু'দেশের সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা কমিশনের যৌথ সম্মেলনে দ্বিপক্ষীয় সামরিক প্রযুক্তির সহযোগিতা জোরদার করা এবং বহুজাতিক আইনের ভিত্তি পূর্ণাঙ্গকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
দু'পক্ষ বেশ সব বিষয়ে একমত হয়েছে এবং সামরিক প্রযুক্তি ক্ষেত্রে সার্বিক সহযোগিতা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে । বৈঠক শেষে দু'পক্ষ 'সামরিক প্রযুক্তি সহযোগিতা' সম্পর্কিত বিশেষ প্রটোকলস্বাক্ষর করেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|