চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, লাসা থেকে রিকাজে পর্যন্ত ছিংহাই-তিব্বত রেলপথ এ বছর নির্মাণ করা সম্ভব হবে।
জানা গেছে, লাসা থেকে রিকাজে পর্যন্ত রেলপথের দৈঘ্য হবে ২৫০ কিলোমিটার। বর্তমানে রেলপথের ডিজাইন ও পরিবেশের জরীপ চলছে। অন্যান্য প্রস্তুতিমূলক কাজও অবিলম্বে শুরু হচ্ছে। উল্লেখ্য, রিকাজে এলাকায় রেলপথ নির্মাণের জন্য সহায়তাকারী বিশেষ সংস্থা গঠন করা হয়েছে।
২০০৬ সালের ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ চালু হয়। এই রেলপথ হচ্ছে বিশ্বের সমুদ্র থেকে সর্বোচ্চ রেলপথ।(লিলু)
|