v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-18 19:16:06    
চীনের গণতন্ত্রের আইনগত ভিত্তিতে নিয়মানুগ, প্রমিত এবং প্রনালীকরণ করা হচ্ছে

cri
    গত বছরের অক্টোবর মাসে চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস চলাকালে এ পি, রয়টার ও পর্তুগালের " পাব্লিকো" পত্রিকাসহ বেশ কয়েকটি বিদেশী বার্তাসংস্থা ও পত্রিকা তাদের দৃষ্টিএকটি বিষয়ের ওপর কেন্দ্রীভূত করে রাখে । সেটা হল, চীনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাওয়ের দাখিল করা রিপোর্টে " গণতন্ত্র" শব্দটি ষাটেরও বেশি বার উল্লেখ করা হয়েছে । শুধু তাই নয় , ক্ষমতাসীনপার্টি হিসেবে চীনের কমিউনিষ্ট পার্টি আগের ভিত্তিতে আবার অনেক নতুন ধারণা ও নতুন তত্ত্বও পেশ করেছে । চীনের বিভিন্ন এলাকা দ্রুত গতিতে নতুন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের আইনগত নির্মাণের সার্বিক উন্নয়ন তরান্বিত করছে । নিয়মানুগ , প্রমিত এবং প্রণালীকরণ চীনের গণতান্ত্রিক আইনগত উন্নয়নের উল্লেখযোগ্যদিক ।

    ১৭ জানুয়ারী দক্ষিণ চীনের হুপেই প্রদেশের তাফান গ্রামে একটি ব্যাতিক্রমধর্মীপরীক্ষা অনুষ্ঠিতহয়েছে । পরীক্ষক ছিলেন সেই গ্রামের অধিবাসীরা এবং পরীক্ষার্থী ছিলেন গ্রামের ক্যাডাররা । গ্রামবাসীরা সমগ্র গ্রামের আর্থিক আয় -ব্যয় এবং জমি পরিদর্শন ও অনুমোদনসহ সবার স্বার্থজড়িত সমস্যা নিয়ে ক্যাডারদের বিভিন্ন প্রশ্ন করেন । গ্রামীণ ক্যাডাররা একটি পর একটি প্রশ্নের উত্তর দেন । ক্যাডারদের উত্তর অনুযায়ী গ্রামবাসীরা নম্বর দেন । নম্বর অনুযায়ী গ্রামীণ ক্যাডাররা বেতন পান । অতীতকালে তাফান গ্রামের ক্যাডাররা ব্ল্যাকবোর্ডে তাদের ঘোষণা লিখতেন ।তারা মনে করতেন যে , প্রকাশ করা মানে উন্মুক্তকরণ করা । ঘটনা স্থলে বুনিয়াদী স্তরের ক্যাডার চিয়াং লুংপিং তুলনা করে বলেন , অতীতকালে ক্যাডাররা গ্রামীণ কাজ সম্পর্কিত রিপোর্ট দেয়ালে লাগিয়ে গ্রামবাসীদের অবহিত করতেন । এখন গ্রামবাসীরা সরাসরি নিজেরাই স্বার্থজড়িত সকল গ্রামীণ কাজে অংশ নিতে পারছেন ।

    চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে উত্থাপিত "বুনিয়াদী স্তরের গণতন্ত্র জোরদার করুন , জনগণ যাতে আরও বেশি আরও বাস্তব গনতান্ত্রিক অধিকার ভোগ করতে পারেনতা নিশ্চিত করুন" কথাটা অত্যন্ত সমাদর পেয়েছে । তাফান গ্রাম চীনের বুনিয়াদী গনতন্ত্র উন্নয়নের একটি উদাহরণ ।

    যেমন গ্রামাঞ্চলের পরিবর্তন হচ্ছে তেমনি শহরেরও পরিবর্তনহচ্ছে ।

    প্রশাসনিক ক্ষমতার উন্মুক্ততা ও স্বচ্ছলতা নিশ্চিত করারজন্য ১২ বছরে চেষ্টা চালানোর পর চীনের রাজনৈতিক উন্মুক্তকরণের কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । " সেবামূলক সরকার গড়ে তোলা ইতোমধ্যে চীনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে । এ সম্পর্কে একটি চিকিত্সা যন্ত্রপাতি এজেন্সি কোম্পানির কর্মকর্তাউ বলেন , আগের তুলনায় এখন অনেক সুবিধা হয়েছে । খাদ্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর ওপর আমাদের শিল্পপ্রতিষ্ঠানও তত্ত্বাবধানের ভূমিকা পালন করতে পারছে । চীনা গণ বিশ্ববিদ্যালয়ের আইনী বিজ্ঞান ইনটিটিউটের প্রফেসর চাং সিনপাও বলেন , একটি আইনগত প্রশাসনিক সমাজের পক্ষে সমস্যা সমাধানের মূল পদ্ধতি হল জনসাধারণের কল্যাণে খুঁটিনাটি কাজগুলোকরতে শুরু করা । উন্মুক্ত, ন্যায়সংগত এবং স্বচ্ছ পদ্ধতিরমাধ্যমে যোগাযোগ জোরদার এবং মতবিরোধ প্রশমিত করতে হবে । এটা যেমন সমাজতন্ত্রেরআইনগত প্রশাসনিক দেশ গড়ে তোলার দিক তেমনি বিজ্ঞানসম্মত তত্ত্ব বাস্তবায়ন করার এবং সুষম সমাজ গড়ে তোলারও অংশ ।

    চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে চীনের গণতন্ত্র ও রাজনীতির নকশা ও উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে । ধারাবাহিক প্রতীকমূলক ঘটনা থেকে চীনের গণতন্ত্রের আইনগত ব্যবস্থা নির্মানের গতিধারা স্পষ্টভাবে ফুটে উঠেছে । গত বছরের ১ অক্টোবর"সম্পত্তির অধিকার আইন" আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাংকো আইনটি সম্পর্কে বলেছিলেন , আমরা প্রায় শতবার আলোচনার মাধ্যমে সরাসরি জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিদের , বিভিন্ন ক্ষেত্রের সুধী বৃন্দের, বিশেষজ্ঞদের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত শুনেছি । ব্যাপকভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষ করে জনসাধারণের মতামত সংগ্রহ করেছি । একটি খসড়া আইনের জন্য এত ব্যাপকমতামত সংগ্রহ করা ইতিহাসে খুব কম দেখা যায় ।

    অ-কমিউনিষ্টওয়েন কাং ও চেন চো যে আলাদা আলাদাভাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন তা থেকে সবাই স্পষ্টভাবে চীনের কমিউনিষ্ট পার্টির বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা সম্পর্কে সহজেই বুঝতে পেরেছেন । চীনের গনতন্ত্র উন্নয়ন সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাদাম ইয়েন চুনছি এক সাক্ষাত্কারে বলেন , সরকারী কাজে এবং রাজনৈতিক কাজে অংশ নেয়ার ব্যাপারে আমরা সহযোগিতার ব্যবস্থা পরিপূর্ণ করা এবং তদন্ত ও গবেষণা কাজের ওপর বেশি মনোযোগ দেব । এ ক্ষেত্রে আমি খুব আস্থাবান । কারণ আমাদের রাজনৈতিক পার্টির ব্যবস্থা চীনের বৈশিষ্ট্য সম্পন্ন । এটা আমাদের জন্য এক নমনীয় , স্থিতিশীল , ঐক্য ও সুষমের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে ।

    চীনের বৈশিষ্ট্যসম্পন্ন গণতন্ত্র সম্পর্কেপ্রেসিডেন্ট হু চিনথাও বলেছিলেন , জনগণের গণতন্ত্র সমাজতন্ত্রের প্রাণ । সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির উন্নয়ন করা আমাদের পার্টির আজন্মসংগ্রামের লক্ষ্য । --চুং শাওলি