১৮ জানুয়ারী চীন-বৃটেন শিল্প ও বাণিজ্য শীর্ষ সম্মেলন পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এবং সফররত বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বৈঠকের পর সম্মিলিতভাবে শীর্ষ সম্মেলনে ভাষণ দেন ।
এবারের শীর্ষ সম্মেলন চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও বৃটেনের বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান ও নীতি সংস্কার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় । এদিন প্রকাশিত চীন-বৃটেন শিল্প ও বাণিজ্য শীর্ষ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের ইশতেহারে বলা হয়েছে, দু'দেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতার অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করেন এবং দু'দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে নতুন সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বাড়ানোর জন্য উত্সাহ দেন । এছাড়াও ২০১০ সালে দ্বিপক্ষীয় পণ্যদ্রব্য ও সেবা বাণিজ্যের মোট মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ।
ইশতেহারে আরও বলা হয়েছে, চীন বৃটেনের অনুসৃত অবাধ বাণিজ্যের এবং সংরক্ষণবাদের বিরোধিতার অবস্থানের গভীর প্রশংসা করে । স্থিতিশীল ও উন্মুক্ত দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ক স্থাপন এবং এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সক্রিয় সহযোগিতা করতে দু'পক্ষ একমত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|