যুক্তরাষ্ট্রের স্থায়ী উপ- পররাষ্ট্রমন্ত্রী জন ডি নেগ্রোপন্ট বলেছেন , জাতিসংঘে তাইওয়ানের অন্তর্ভূক্তির গণভোট একটি ভুল । এটি তাইওয়ান কর্তৃপক্ষের একটি প্ররোচনামূলক নীতি ।বৃহস্পতিবার চীনে মার্কিন দূতাবাসে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে নেগ্রোপন্টে এ কথা বলেছেন ।
নেগ্রোপন্টে আরো বলেন , মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস গত ডিসেম্বরে এ অভিমত প্রকাশ করেছেন । এখানে তিনি আবারো এ মত প্রকাশ করছেন । তিনি বলেন , তিনটি মার্কিন-চীন যুক্ত ইস্তাহার হচ্ছে চীন সম্পর্কে মার্কিন নীতির ভিত্তি । যুক্তরাষ্ট্র এ তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলবে ।
নেগ্রোপন্ট বলেন , বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয়জাতি বৈঠক ও সুদানের দারফুর সমস্যাসহ বহু ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যাচ্ছে । দুই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রের অংশীদার । দু পক্ষ সহযোগিতা করলে , গোটা আন্তর্জাতিক ব্যবস্থা উপকৃত হবে ।
জানা গেছে , বৃহস্পতিবার বিকেলে নেগ্রোপন্ট দক্ষিণ-পশ্চিম চীনের তুই ইয়াং শহরে গেছেন । সেখানে তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী তাই পিং কোওয়ের সংগে পঞ্চম চী-মার্কিন কৌশলগত সংলাপে সভাপতিত্ব করবেন ।
|