পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, এ পর্যন্ত ১৮৪টি বহুজাতিক কোম্পানি চীনের সাংহাই-এ তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করেছে। এ সব কোম্পানির মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠানের ৩ ভাগের ২ ভাগ।
তাছাড়া, বর্তমানে ২শ'রও বেশি বৈদেশিক পুঁজি গবেষণা কেন্দ্র সাংহাই-এ প্রতিষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ২০০২ সাল সাংহাই-এর বহুজাতিক কোম্পানিগুলোকে সদর দপ্তর স্থাপনে উত্সাহিত করার পর, সচল হয়ে উঠে। বর্তমানে সাংহাই চীনের মূল-ভূভাগের মধ্যে সবচেয়ে বেশি সদর দপ্তর স্থাপন করা শহরগুলোর মধ্যে একটি। (খোং চিয়া চিয়া)
|