v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-18 10:03:55    
চাওয়া পাওয়া ( ৪ নভেম্বর )

cri
  প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের প্রিয় বন্ধু লিলি। আশা করি পরের বিশ মিনিট আপনারা আমার সঙ্গে আনন্দময় পরিবেশে কাটাবেন।

    বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃঞ্চপুর হেলাচী গ্রামের শামীম উদ্দিন শ্যামল আমাদের অনুষ্ঠানে শিল্পী শনু নিগমের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: চাঁদের মত মুখটি তোমার রেশমী কালো চুল, যত দেখি ততই আমি করি শুধু ভুল। তুমি কোন বাগানের ফুল গো তুমি কোন বাগানের ফুল। আচ্ছা, এটি হচ্ছে একটি সুন্দর প্রেমের গান, তাই না? আচ্ছা, এখন সবাই মিলে গানটি শোনা যাক।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার সফদারপুর গ্রামের এশিয়া ক্লাবের মো: আবু উবাইদা আমাদের অনুষ্ঠানে সালমার কন্ঠে একটি গান শুতে আগ্রহী। আচ্ছা, আপনাদের অনুরোধ পূরণ করছি। আশা করি, আপনি এখন চাওয়া পাওয়া শুনছেন। "আমার এক নয়নতো দেখেনারে আরেক নয়নরে"নামে সালমার কন্ঠের গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    বাংলাদেশের নরসিংদী জেলার চালাকচর গ্রামের নব অরুন বেতার শ্রোতা সংঘের সম্পাদক সুমন সাহা শান্ত আমাদের অনুষ্ঠানে খালিদ হাসান মিলুর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে খালিদ হাসান মিলুর গাওয়া "মাটির মানুষ মাটি হয়ে যায়" গানটি। তাহলে সবাই মিলে পুরো গানটি শুনুন এখন।

    বাংলাদেশের ঢাকার ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট তাছলিমা আক্তার লিমা আমাদের অনুষ্ঠানে শ্রীকান্ত আচার্য্যের গাওয়া "বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু গানটি আমার হাতে নেই। তাহলে আমি শ্রীকান্ত আচার্য্যের কন্ঠের আরেকটি গান শোনাচ্ছি। কেমন? গানের নাম "ভালো লাগছে ভাল"।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আরো বেশী শ্রোতাবন্ধুরা আমাকে চিঠি লিখে আপনাদের পছন্দের গানগুলো জানাবেন। এটি হচ্ছে আমার অনুরোধ। আচ্ছা, আজকের চাওয়া পাওয়া শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)