চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে ১৭ জানুয়ারী পেইচিংয়ে দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট লি মিং বাকের বিশেষ দূত পার্ক খিউন হায় সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কারে হু চিন থাও বলেন, লি মিং বাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের কয়েক দিনের মধ্যেই বিশেষ করে চীন সফরের জন্য পার্ক নিউন হায়কে পাঠিয়েছেন। তা থেকে বুঝা যায়, নব নির্বাচিত প্রেসিডেন্ট লি মিং বাক চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেন। হু চিন থাও এর ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখা, দু'দেশের সম্পর্কের মান উন্নত করার পাশাপাশি দু'দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরো দ্রুত ও সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
পার্ক খিউন হায় হু চিন থাওয়ের কাছে লি মিং বাকের স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তর করেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করতে, সহযোগিতা সম্প্রসারণ করতে ও দু'দেশের সম্পর্ক আরো উন্নত করতে চায়। দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য অব্যাহত অবদান রাখবে।
একই দিন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন পার্ক খিউন হায়ের সঙ্গেও সাক্ষাত্ করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|