চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , চীন আন্তরিকভাবে আরো বেশি প্রবাসী চীনাদের চীনে পুঁজি বিনিয়োগ ও দেশের আধুনিকায়ন প্রক্রিয়ায় অংশ নেয়াকে স্বাগত জানায় ।
১৬ জানুয়ারী পেইচিংয়ে চীনের প্রবাসী চীনা ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ সমিতি গঠন অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন , চীন দৃঢ়ভাবে সংস্কার ও উন্মুক্তকরণ ত্বরান্বিত করবে । তা শুধু চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের মনোভাব নয় , তা কয়েক কোটি প্রবাসী চীনাসহ এক বিলিয়ন চীনাদের অভিন্ন আকাঙ্খাও বটে ।
তিনি আশা করে বলেন , প্রবাসী চীনাদের প্রবাসী চীনা ব্যবসায়ী সমিতি গঠনকে একটি সুচনা হিসেবে পুঁজি বিনিয়োগের কাঠামোকে সুসংহত করবেন এবং পুঁজি বিনিয়োগের মান উন্নত করবেন । যাতে শিল্প প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনার পাশাপাশি নিজের দেশের জন্যও নিজের দায়িত্ব পালন করতে পারেন । বিভিন্ন স্তরের সরকার ও সংশ্লিষ্ট বিভাগের উচিত প্রবাসী চীনাদের পুঁজি বিনিয়োগের অধিকার ও স্বার্থ রক্ষা করা , তাদের শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সুপরিবেশ সৃষ্টি করা এবং তাদের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে সুষ্ঠু ও সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য নতুন অবদান রাখা । (শুয়েই ফেই ফেই)
|