বাংলাদেশের ঢাকা জেলার শ্রোতা আনিসুজ্জামান তাঁর চিঠিতে জিজ্ঞেসকরেছেন, চীন আন্তর্জাতিক বেতার রাজধানী পেইচিংএর কোন দিকে অবস্থিত?
চীন আন্তর্জাতিক বেতার পেইচিং শহরের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, ১৯৯৭ সালে যখন চীন আন্তর্জাতিক বেতার ফুসিমেন থেকে এখানে সরিয়ে নেয়া হয় তখন জায়গাটি একেবারে শহরের উপকন্ঠে ছিল। তখন চার দিকে কৃষি জমি ছিল। কিন্তু দশ বছর পর বিরাট পরিবর্তন ঘটেছে। এখন বেতারের চার দিকে উঁচু উঁচু ভবন নিমার্ণ করা হয়েছে। অতীতের কৃষি জমি এখন আবাসিক এলাকায় পরিণত হয়েছে। দশ বছর আগের পেইচিংএর এই উপকন্ঠটি এখন শহরের অন্যতম ব্যস্ত এলাকা।
বাংলাদেশের কুমিলা জেলার শ্রোতা আবেদা সুলতানা জানতে চেয়েছেন, চীনের জাতীয় ফুল কি?
প্রিয় বন্ধু, এর আগে বেশ কয়েকজন শ্রোতা এই প্রশ্ন করেছেন। আমারা অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছি। আসলে এই প্রশ্নের্উত্তর দেওয়া একটু কঠিন। কেননা, কয়েক বছর আগে চীনের জাতীয় ফুল নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে আলোচনা হয়েছিল। কিন্তু পরে কোন ফলাফল বের হয়নি। আপনি জানেন, চীন একটি বিশাল দেশ। বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ফুল চাষ করা হয়। সুতরাং একটি জাতীয় ফুল নিধারর্ণ করা সহজ কাজ নয়। এই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের কোন পযার্য়ে জাতীয় ফুল নিবার্চন করা হয়নি। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে, অধিকাংশ চীনা মানুষ এ ব্যাপারে মাথা ঘামাতে চায় না।
বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা মোস্তাফা সরয়ার ফারুকী তাঁর চিঠিতে জিজ্ঞাস করেছেন, চীনের শহরগুলোতে প্রধান যানবাহন কি?
প্রিয় বন্ধু, চীনের শহরগুলোতে প্রধান যানবাহন হল বাস। কিন্তু রাজধানী পেইচিং , বাণিজ্যিক শহর সাংহাই শহরের মতো বড় বড় শহরগুলোতে পাতাল রেল ও সাবওয়ে জনসাধারণের প্রিয় যানবাহন। বিশেষ করে ব্যস্ত সময়ে লোকেরা পাতাল রেলে চড়তে পছন্দ করে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বড় বড় শহরগুলোতে ব্যক্তিগত গাড়ীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এখন অনেক লোক বিশেষ করে তরুণ-তরুণীরা প্রত্যেক দিন গাড়ী চালিয়ে কাজে যান।
|