কেনিয়ার বিরোধী দলীয় জোট "অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট" ১৬ জানুয়ারী রাজধানী নাইরোবিতে বলেছে, বিরোধী দল আরো বড় ধরণের বিক্ষোভের আয়োজন করবে।
ও.ডি.এম নেতা রাইলা ওডিঙ্গা বলেন, কেনিয়ার জনগণের সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করার ক্ষমতা অর্জনের প্রচেষ্টা জানিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রে কেনিয় দূতাবাসের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কেনিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগি করার সমঝোতামূলক চুক্তি স্বাক্ষর করাই হচ্ছে কেনিয়ার রাজনৈতিক সংঘর্ষ সমাধানের একমাত্র উপায়। কিন্তু এই চুক্তি স্বাক্ষর করা খুব কঠিন।(লিলু)
|