বাংলাদেশের রাজধানী ঢাকার উপকন্ঠে ১৭ জানুয়ারী সকালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫জন নিহত এবং ৬০জন আহত হয়েছে।
বাংলাদেশের পুলিশ জানিয়েছে, এ দিন সকালে দূরপাল্লার দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির যাত্রীদের মধ্যে ২৫জন নিহত এবং ৬০জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।(লিলু)
|