চীনের বাণিজ্য মন্ত্রী চেন দে মিং ১৭ জানুয়ারী জাতীয় বাণিজ্য সম্মেলনে বলেছেন, ২০০৭ সালে চীন ৭৪.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশী পুঁজি আকর্ষণ করেছে। চীন একটানা ১৫ বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিদেশী পুঁজি আকর্ষণ ক্ষেত্রে শীর্ষ স্থান অধিকার করে আছে।
চেন দে মিং বলেন, এ বছর চীন বাস্তবভাবে বিদেশী পুঁজি ব্যবহারের গুণগতমানে উন্নত করবে, বিদেশী ব্যবসায়ীদের হাই-টেক প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা শিল্প ও উচ্চ শ্রেণীর নির্মাণ খাতে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেবে। এর পাশাপাশি চীন সক্রিয় ও স্থিতিশীলভাবে অর্থ, বীমা ও টেলিযোগাযোগসহ সেবা শিল্পের বৈদেশিক উন্মুক্তকরণ এবং বিদেশী পুঁজি ব্যবহারের নতুন ক্ষেত্র সম্প্রসারণ করবে। তা ছাড়া, চীন বিদেশী পুঁজি ব্যবহারের পদ্ধতি উদ্ভাবন করবে। চীন বিদেশী ব্যবসায়ীদের মূলধণ স্থাপন এবং একীভূতকরণের মাধ্যমে চীনের রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠানের সংস্কারে অংশ নেয়ার ব্যাপারেও উত্সাহ দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|