চীনের জাতীয় কপিরাইট ব্যুরোর উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও হোং ১৭ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীন সরকারের উদ্যোগে নির্মিত ওয়েবসাইটের কপিরাইট তত্ত্বাবধান প্লাটফর্ম আগামী মে মাসে চালু হবে। চীন ইন্টারনেটের কপিরাইট লঙ্ঘনকারী কার্যকলাপকে বন্ধের জন্য আরো কঠোর ব্যবস্থা নেবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের ইন্টারনেট দ্রুতগতিতে উন্নত হয়েছে। এখন চীনের নেট-ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটিরও বেশি। এর পাশাপাশি ইন্টারনেট ক্ষেত্রের জালিয়াতি সমস্যাও গুরুতর হয়েছে।
ইয়ান সিয়াও হোং এ সম্পর্কে বলেন, ওয়েবসাইটের কপিরাইট তত্ত্বাবধান প্লাটফর্ম প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ৮০ লাখ ইউয়ান রেনমিনপি বরাদ্দ করা হয়েছে। এটা চীনের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সংগীত, চলচ্চিত্র ও টিভি-নাটকসহ বিভিন্ন রকম শিল্পকর্মের ওপর আপনাআপনি অনুসন্ধান করবে, তার মধ্য থেকে অনুমতি হীন শিল্পকর্মের খোঁজ পেলে সেই ওয়েবসাইটকে তা মুছে ফেলার নোটিস দেবে। এর অন্য থা হলে তাকে আইনানুসারে শাস্তি দেয়া হবে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|