গত পাঁচ বছরে, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষক ও পশুপালকদের জীবন যাত্রার মানের অনেক উন্নতি হয়েছে । একই সঙ্গে তাদের আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৬ জানুয়ারী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।
জানা গেছে, গত পাঁচ বছরে, কৃষি ও পশুপালন খাতে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ১৬.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে।তিব্বতে আবাদী জমি ও ঘাসের ক্ষেত সংরক্ষণের জন্যে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে কৃষি ও পশুপালন অঞ্চলের জলসেচ এবং বিদ্যুত্সহ বিভিন্ন অবকাঠামো প্রতিষ্ঠার কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে । এছাড়াও, গত পাঁচ বছরে, তিব্বতে আরও ৯০টি কৃষি ও পশুপালন বহুমুখী উন্নয়ন এলাকা প্রতিষ্ঠিত হয়েছে।ফলে কৃষি ও পশুপালনের সার্বিক উত্পাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে ।
এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর তিব্বতীদের মাথা পিছু আয় ছিল ২০০২ সালের তুলনায় ৮০ শতাংশেরও বেশি। --ওয়াং হাইমান
|