চীনের স্বাস্থ্য মন্ত্রী ছেন চু বলেন , স্বাস্থ্যরক্ষার জরুরীভিত্তিক ব্যবস্থা ও সামর্থ্য উন্নয়নের জন্যে চীন চেষ্টা করবে । সম্প্রতি পূর্ব চীনের নানচিং শহরে অনুষ্ঠিত চীনের স্বাস্থ্যরক্ষার জরুরীভিত্তিক ব্যবস্থা সংক্রান্ত এক কর্মসম্মেলনে ছেং চু এ কথা বলেছেন ।
চেং চু আরো বলেন , স্বাস্থ্যরক্ষার জরুরীভিত্তিক ব্যবস্থা হচ্ছে সামাজিক গঠনকাজ , অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় । চীনের বিভিন্ন স্থানে আসন্ন পেইচিং অলিম্পিক গেমসকে কাজে লাগিয়ে আকস্মিক গণ স্বাস্থ্যগত ঘটনার মোকাবিলায় জরুরীভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হবে , এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে আকস্মিক স্বাস্থ্যগত ঘটনা সংক্রান্ত তথ্যাদি বিনিময় সুগম করা হবে ।
জানা গেছে , বর্তমানে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিকাংশ প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্যরক্ষার জরুরীভিত্তিক কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ।
|