v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-17 10:12:06    
আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী রূপরেখার প্রধান বিষয়

cri
২০০৭ সালের ২০ নভেম্বর আসিয়ানভূক্ত দেশগুলোর নেতারা সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৩তম আসিয়ানের শীর্ষ সম্মেলনে 'আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী রূপরেখা' গ্রহণ করেন। এই রূপরেখা আসিয়ান অর্থনীতির একীকরণের সাধারণ ব্যবস্থাপনার পাশাপাশি একটি নির্দেশনামূলক দলিল। এর প্রধান প্রধান বিষয়বস্তু হচ্ছেঃ

রূপরেখার লক্ষ্য

২০১৫ সালের মধ্যে আসিয়ান অঞ্চলে উত্পাদনভিত্তিক যৌথ বাজার প্রতিষ্ঠা। এই বাজার কাঠামোর মধ্যে থাকবে মালামাল, সেবা, বিনিয়োগ ও দক্ষ শ্রমিকদের অবাধ যাতায়াত এবং আরো বেশি মুক্ত পুঁজির লেনদেন। এর পাশাপাশি অর্থনীতির ভারসাম্যমূলক উন্নয়ন নিশ্চিতকরণ এবং দারিদ্র্য ও সমাজের অর্থনৈতিক ব্যবধান বিমোচন করা।

ভিত্তি

৪টির ভিত্তির ওপরে আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী গঠিত হয়েছে। এগুলো হচ্ছে ১. যৌথ বাজার ও উত্পাদন কেন্দ্র প্রতিষ্ঠা ২. প্রতিযোগিতামূলক অর্থনৈতিক অঞ্চল গঠন, ৩. একটি ভারসাম্যমূলক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল গড়া এবং ৪. বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত অঞ্চল প্রতিষ্ঠা।

যৌথ বাজার ও উত্পাদন কেন্দ্র প্রতিষ্ঠা বর্তমান আসিয়ানের প্রধান বিষয়। শুল্ক হ্রাস ক্ষেত্রেও আসিয়ানের বেশকিছু অগ্রগিত হয়েছে। 'রূপরেখা' অনুযায়ী পণ্য ও উপকরণ বিনিময়, অ-শুল্ক বাধা দূরীকরণ এবং শুল্ক ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন করা হবে।

সেবা

২০১৫ সালের আগে আসিয়ান অঞ্চলের সেবা বাণিজ্যের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যাতে আসিয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলো আসিয়ানভূক্ত যে কোনো দেশের বাজারে প্রবেশ করার জন্য আরো সুযোগ সুবিধা পায়।

বিনিয়োগ

বর্তমান আসিয়ানের বিনিয়োগ সংক্রান্ত চুক্তি পূর্ণাঙ্গ করা এবং সকল খাতের সঙ্গে সম্পর্কিত সার্বিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা।

সময়সূচী

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আসিয়ানের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে একীকরণ বাস্তবায়িত হবে।