v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-16 20:15:42    
চীন ধারাবাহিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অর্থনীতির দ্রুত উন্নয়নকে আরও জোরদার করছে

cri
    গত অক্টোবর মাসে চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পর অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি এবং স্পষ্ট মূদ্রাস্ফীতি রোধ করার জন্য চীন সরকার ধারাবাহিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে । এখন এই সব ব্যবস্থায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে ।

    স্থাবর সম্পদে অর্থবিনিয়োগ ও মুদ্রাঋণের গতি এবং সমাজের মোট চাহিদার দ্রুত সম্প্রসারণকে রোধ করার জন্য সম্প্রতি চীন সরকার ধারাবাহিক কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে । যাতে অর্থনীতির প্রবৃদ্ধির উপযুক্ত মান বজায় রাখা যায় । এই সব ব্যবস্থার মধ্যে রয়েছে ,কড়াকড়িভাবে নতুন প্রকল্পের সংখ্যা নিয়ন্ত্রণে আনা এবং যে প্রকল্পে বেশী জ্বালানী সম্পদ ব্যয় হয় এবং যে প্রকল্প বেশি দূষিত পদার্থ নিঃসরণ করে কড়াকড়িভাবে সেই সব প্রকল্প স্থাপননিষিদ্ধকরা ।

    পাশাপাশি চীন মুদ্রাঋণেরওপর নিয়ন্ত্রণকেও জোরদার করেছে । ২০০৭ সালের অক্টোবর মাসের পর চীনা গণ ব্যাংক একটানা তিন বার আমানতের রিজার্ভের হার বাড়িয়ে দিয়েছে এবং একবার আমানত ও ঋণের হার বাড়িয়ে দিয়েছে ।

    এ সম্পর্কে চীনের তহবিল বিশেষজ্ঞ ই সিয়েনরোং বিশ্লেষণ করে বলেছেন , কড়াকড়ি মুদ্রা নীতি থেকে প্রমাণিত হয় যে , বর্তমানে চীন সার্বিকভাবে নিয়ন্ত্রণ জোরদার করেছে । তিনি বলেন , চীন স্পষ্টভাবে উপলব্ধি করেছে যে, এই সময় চীনের অর্থনীতি অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে । কঠোরভাবেমুদ্রা নীতি বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি এবং অর্থবিনিয়োগগের অতি দ্রুত বৃদ্ধি অথবা ঋণের আকার রোধ করা যায় ।

    তাছাড়া চীন ভূমি নিয়ন্ত্রণের কাজকে জোরদার করার জন্য বেশ কিছু নীতি ও ব্যবস্থা নিয়েছে । ভূমি আইন লংঘন করার অপরাধে ১০টি মামলা সম্পর্কে রিপোর্ট দাখিল করেছে এবং ঘটনার সঙ্গেজড়িত স্থানীয় কর্মকর্তাদের শাস্তি দিয়েছে ।

    সম্প্রতি চীনে দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চীন দেশের সংশ্লিষ্ট বিভাগ গুলোর বাজারের সরবরাহ ও মূল্যের পরিবর্তনের ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে । যার ফলে সরবরাহ নিশ্চিত করা হয় এবং মূল্যের দ্রুত বৃদ্ধি রোধ করা হয় । রপ্তানি শুল্কফেরত পাঠানোকে বাতিল করা , রপ্তানিরঅস্থায়ী শুল্ক আদায় করা এবং রপ্তানির কোটা ব্যবস্থা চালু করার মাধ্যমে চীন কার্যকরভাবে খাদ্যশস্যরপ্তানির অতি দ্রুত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেছে এবং অভ্যন্তরীণ বাজারের সরবরাহ বাড়িয়েছে । এর পাশাপাশি নীতি অনুযায়ী সম্প্রতি তেলজাতদ্রব্য , প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না ।

    দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন লংঘনের আচরণ দমন করার জন্যচীনের সংশ্লিষ্ট বিভাগ অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে । আইন অনুযায়ী বে-আইনীভাবে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দাম বাড়িয়ে মুনাফা আদায় করার আচরন দমন করেছে । কুয়াংচৌ, পেইচিং ও হাংচৌ শহরের বাজারগুলোর মূল্য তথ্য থেকে জানা গেছে , রাষ্ট্রের নানা নীতি ও ব্যবস্থার ভূমিকায় দ্রব্যমূল্যের অতিদ্রুত গতি প্রাথমিকভাবে রোধ করা হয়েছে । এ সম্পর্কে হাংচৌ শহরের একজন বিক্রেতা বলেন , হাংচৌ শহরের সব্জির দাম স্থিতিশীল রয়েছে । তিনি বলেন , চীনা বাঁধা কপির দাম এককেজি মাত্র ৫০ পয়সা । এই দাম এক মাস ধরে স্থায়ী রয়েছে । গত বছরের একই সময় এর দাম ছিল এক কেজি ১ টাকা ২০ পয়সা

    জানা গেছে , আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্য তরান্বিত করার জন্য সম্প্রতি চীন ধাপেধাপে রেনমিনপির বিনিময় হার ব্যবস্থাও পরিপূর্ণ করেছে । ২০০৭ সালের অক্টোবর মাসের পর রেনমিনপির বিনিময় হারের নমনীয়তা বেড়েছে । ২০০৭ সালের শেষ দিকে রেনমিনপি ও মার্কিন ডলারের বিনিময় হার অক্টোবর মাসের শেষ দিকের চেয়ে ২.৩শতাংশ বেশি ।---চুং শাওলি